গৌরনদী প্রতিনিধি:
এক স্কুল শিক্ষিকার আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে বরিশালের গৌরনদী পৌরসভার বড়কসবা মহল্লার রঞ্জন পাল নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত রঞ্জনকে বুধবার বিকেলে জেল হাজতে প্রেরন করেছে। রঞ্জন ওই মহল্লার রবিন্দনাথ ওফে রবি পালের পালের পুত্র।
গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ হেলাল উদ্দিন জানান, ওই স্কুল শিক্ষিকা বুধবার পর্নোগ্রাফি আইনে থানায় মামলা দায়েরের পর থানার উপ-পরিদর্শক কামাল হোসেন অভিযান চালিয়ে অভিযুক্ত রঞ্জন পালকে গ্রেপ্তার করে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না