মান্নান সরকার, তারাকান্দা:
“ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন” এ প্রতিপাদ্যে ময়মনসিংহের তারাকান্দায় (৮মার্চ) আন্তর্জাতিক নারী দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে বুধবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে র্যালি,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভা তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত এর সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ এড.ফজলুল হক। স্বাগত বক্তব্য রাখেন তারাকান্দা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা বেগম আকন্দ। তারাকান্দা উপজেলা একাডেমিক সুপারভাইজার সুধন কুমার বিশ্বাস এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব ও তারাকান্দা বহু মুখী উচ্চ বিদ্যালের সহকারী শিক্ষিকা কামরুন্নাহার প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন তারাকান্দা মডেল প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক ও উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা/কর্মচারী বৃন্দ। আলোচনা সভার আগে বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ প্রাঙ্গণ প্রদক্ষিণ করা হয়। আলোচনা সভা শেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না