পিতার নামে এতিমখানা’ প্রতিষ্ঠার লক্ষে গণ্যমান্যদের সাথে পুত্রের মতবিনিময়
- আপডেট সময় : ০৮:২০:০৭ অপরাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০২৩
- / ৫০
ষ্টাফ রিপোর্টার:
ময়মনসিংহের নান্দাইল উপজেলার নিজ গ্রামে মরহুম পিতা ডাঃ মকবুল হোসেনের নামে এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন
উপজেলার বৈতাগীর ইউনিয়নের কৃতি সন্তান,জেলা ভূমি অফিসার্স কল্যাণ সমিতির সভাপতি ইখতিয়ার উদ্দিন ভূইয়া। আগামী ১৯শে মার্চ উদ্বোধন করা হবে স্বপ্নের এই প্রতিষ্ঠান। এই উপলক্ষে মঙ্গলবার (৭মার্চ) বেলা ১১ টায় উপজেলার বৈতাগীর ইউনিয়নের শিবপুর গ্রামে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের সাথে নিয়ে মতবিনিময় ও আলোচনা করেছেন তিনি। প্রস্তুতি সভায় স্বাগত বক্তব্যে রাখেন, ময়মনসিংহ পৌর ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা ও জেলা ভূমি অফিসার্স কল্যাণ সমিতির সভাপতি ইখতিয়ার উদ্দিন ভূইয়া।
এসময় বক্তারা সমাজের এতিম, হতদরিদ্র ও অসহায় শিশুদের ধর্মীয় সহ শিক্ষায় শিক্ষিত করে সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নিজ পিতার নামে আধুনিক এবং মানসম্পনন্ন এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসা গড়ে তোলার পরিকল্পনা করায় ইখতিয়ার উদ্দিন ভূইয়ার ভূয়সী প্রশংসা করেন। এছাড়া নিজ পেশাগত দায়িত্ব পালনে ময়মনসিংহ পৌর ভূমি অফিসে ইখতিয়ার উদ্দিন ভূইয়ার সৎ কর্ম ও সততার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, এনজিও প্রতিনিধি ও ব্যবসায়ী সহ গ্রামের আপামর জনসাধারন অংশগ্রহন করেন।
ডাঃ মকবুল হোসেন এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন উপলক্ষ্যে এলাকায় উৎসবমূখর পরিবেশ বিরাজ করছে।
উল্লেখ্য, নান্দাইলের এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান ও উপজেলার শিনপুর গ্রামের সম্ভ্রান্ত মাহমুদ পরিবারের সন্তান ইখতিয়ার উদ্দিন ভূইয়া। তিনি তাঁর পিতা ডাঃ মকবুল এর নাম স্মরনীয় রাখার জন্য এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের চেয়ারম্যান ইখতিয়ার উদ্দিন ভূইয়া ডাঃ মকবুল হোসেন এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসা গঠনের লক্ষ ও উদ্দেশ্য সম্পর্ক বলেন,আমার কোন রাজনৈতিক উচ্চবিলাসি নেই। মা-বাপের সৌজন্যে আমরা এই পৃথিবীতে এসেছি। তাঁরা কেউ জীবিত নেই। কিন্ত সন্তান হিসেবে মা-বাবার স্মৃতি ধরে রাখতে, তাদের কল্যাণে আমার কিছু করণীয় আছে। তাই সমাজের হতদরিদ্র, অসহায় এতিম শিশুদের ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করা ও স্বাস্থ্য, অন্ন, বস্ত্র, বাসস্থানসহ তাদের মৌলিক চাহিদা পূরণের লক্ষে আমার এই ক্ষুদ্র উদ্দ্যেগ। তারই অংশ হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে বৈতাগীর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের অসহায় কিছু মানুষকে নগত আর্থিক সহায়তাও প্রদান করা হয়।