বরিশাল সংবাদদাতা:
২০১৮ সালে নূরল ইসলাম জোয়ার্দার নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন পুলিশ। ২৫৮ পিছ ইয়াবা সহ আটক হওয়ার পরে নূরুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আদালতে মামলা দায়ের করা হয়। ২০২২ সালের ২১ জুন এ মামলা নূরুল ইসলাম জোমাদ্দারকে ৭ বছরের কারাদণ্ড ও একই সাথে দশহাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
এ দণ্ড এড়াতে রায় ঘোষণার পর থেকেই পলাতক অবস্থায় ছিলেন নূরুল ইসলাম। মঙ্গলবার (৭ মার্চ ) সকালে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বশির আলম এর নেতৃত্বে অভিযান চালিয়ে বরগুনা জেলার বামনা উপজেলা তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত আসামি মো. নুরুল ইসলাম জোমাদ্দার (৪১) বামনা উপজেলার পূর্ব লক্ষীপুরা এলাকার মো. জয়নাল আবেদীন জোমাদ্দারের ছেলে।
বামনা থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (৭ মার্চ) সকাল ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বরগুনার বামনা উপজেলার মঠবাড়িয়া সীমান্তবর্তী এলাকায় অভিযান চালায় বামনা থানা পুলিশ। এ সময় উপজেলার লক্ষীপুরা এলাকা থেকে পলাতক আসামি নুরুল ইসলামকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বশির আলম বলেন, গ্রেফতারের পর নুরুল ইসলামকে আদালতে সোপর্দ করে পুলিশ। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না