মোরেলগঞ্জে ঐতিহাসিক ৭ই মার্চে র্যালী,মাল্যদান ও আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০২:২৬:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩
- / ৬৪
বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে ঐতিহাসিক ৭ই মার্চে র্যালি, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান ও আলোচনা সভা অনুষ্ঠিত।
মঙ্গলবার সকালে ৭ই মার্চ উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়াম লীগ নেতা অ্যাড. আমিরুল আলম মিলন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক, মো. হারুন-অর রশিদ, যুগ্ম-সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান মো. মোজাম্মেল হক মোজাম ও যুবলীগ যুগ্ন আহবায়ক তাজিনুর রহমান পলাশ সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সমন্বয়ে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদুক্ষন শেষে ফলপট্টি চৌরাস্তা মোড়ে বঙ্গ বন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান শেষে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, ৭ই মার্চের ভাষনের মধ্য দিয়ে এদেশের স্বাধীনতা এসেছে। জামাত-বিএনপির আমলে স্বাধীনতা বিরোধীরা এ ভাষন বন্ধ করে দিয়েছিল। ২০১৭ সালের ৩০ শে অক্টোবর এ ভাষন “ডকুমেন্টারি হেরিটেজ” (বিশ্ব প্রমাণ্য ঐতিহ্য) হিসেবে স্বীকৃতি পায়।