সোহেল রানা রাজশাহী:
রাজশাহীতে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে ঐতিহাসিক ৭মার্চ। ঐতিহাসিক ৭মার্চ উপলক্ষে জেলা প্রশাসন, রাজনৈনিক, সামাজিক সংগঠনের পক্ষে নানা কর্মসূচি পালন হচ্ছে। কর্মসূচির মধ্যে আলোচনা সভা, বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন। এছাড়াও নগরীর মোড়ে মোড়ে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষন প্রচার করা হচ্ছে।
ঐতিহাসিক ৭মার্চ উপলক্ষে রাজশাহী মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় রাজশাহী নগরীর কুমারপাড়া আওয়ামী লীগের দলীয় কার্যায়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এসময় বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মাদ আলী কামাল, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সহ-সভাপতি ডা. তইবুর রহমান, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আজাদ ও আহসানুল হক পিন্টু, যুবলীগের সভাপতি রমজান আলী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কামার উল্লাহ কামা, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা., জাহিদ হাসান, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. মোসাব্বিুরুল হোসেন প্রমুখ।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না