মোজাম্মেল হক লিটন:
নোয়াখালীর সুবর্ণচরে বেপরোয়া গতির ট্রাক্টরের ধাক্কায় ইসমত আরা আলেয়া (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার ৬ মার্চ সন্ধ্যা ৬টার দিকে চরওয়াপদা ইউনিয়নের আল আমিন বাজারের মন্তাজ আলী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলেয়া চরওয়াপদা ইউনিয়নের চরকাজী মোখলেস গ্রামের নিরব হোসেনের মেয়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় শিশু আলেয়া বাড়ির পাশের দোকান থেকে বাড়ি ফেরার পথে ট্রাক্টর তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা ট্রাক্টরটি আটক করলেও চালক পালিয়ে যান।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবপ্রিয় দাস দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ উদ্ধার ও ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। অভিযোগ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না