মুজিব বর্ষের ঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক-পরিচালক
- আপডেট সময় : ০৮:২৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩
- / ৫২
ষ্টাফ রিপোর্টার:
তারাকান্দায় মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর দেওয়া বিশেষ উপহারের পাকা ঘরের আশ্রয়ণ প্রকল্পসহ উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্বাহী সেল ও পিইপিজেড মহাপরিচালক শাহিদা সুলতানা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্বাহী সেল ও পিইপিজেড এর পরিচালক মোঃ এহেতেশাম রেজা ও তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত।
মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর দেওয়া বিশেষ উপহারের পাকা বাড়ি পেয়ে বদলে গেছে তারাকান্দার উপজেলার ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলোর জীবনমান। ১৫১টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে ভূমি ও গৃহ দেওয়া হয়েছে। মাথা গোঁজার ঠাঁই হিসেবে পাকা বাড়ির সঙ্গে বিদ্যুৎ ও সুপেয় পানি পাওয়ায় এবং ছেলে-মেয়েদের পড়ালেখা করাতে পারায় অনেক খুশি এসব অসহায় মানুষ। শুধু পাকা বাড়ি নয়, উপকারভোগীদের জন্য কাজের ব্যবস্থা করাসহ সব ধরনের সহযোগিতার উদ্যোগ নিয়েছে স্থানীয় প্রশাসন।
আশ্রয়ণ প্রকল্পের অধীন যার জমি নাই, ঘর নাই ভূমিহীন ও গৃহহীন অসহায়-দরিদ্র পরিবার, স্বামী পরিত্যাক্তা, বিধবা নারীদের আশ্রয়ণ নিশ্চিত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে তারাকান্দা উপজেলার বানিহালা ইউনিয়নের বানিহালা গ্রামে আরো ১৮ টি নতুন গৃহ নির্মাণ করা হয়েছে। সেই লক্ষে নির্মিত এসব গৃহের নির্মাণ কাজের স্বচ্ছতা ও তারাকান্দাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণার প্রস্তুতি যাচাই বাছাই এর জন্য ৬ই মার্চ পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্বাহী সেল ও পিইপিজেড মহাপরিচালক
শাহিদা সুলতানা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্বাহী সেল ও পিইপিজেড এর পরিচালক মোঃ এহেতেশাম রেজা ও তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত।এসময় উপজেলা প্রকৌশলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, মহিলা ভাইস চেয়ারম্যান, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, উপকারভোগীগণ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্বাহী সেল ও পিইপিজেড মহাপরিচালক শাহিদা সুলতানা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্বাহী সেল ও পিইপিজেড এর পরিচালক মোঃ এহেতেশাম রেজা ও তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত ঘর পাওয়া গরীব অসহায়দের সাথে দেখা সাক্ষাৎ করে তাদের সুবিধা অসুবিধার কথা জানেন এবং সমাধানের লক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ নেন।
ভূক্তভোগী জানান, আমরা বস্তিতে থাকতাম। ওটা ছিল অন্যের জায়গা। উপজেলা অফিস থেকে আমাদের গুচ্ছগ্রামে সরকারি ঘর দেওয়া হবে বলে কাগজপত্র চায়। সে অনুযায়ী ভোটার আইডি কার্ড জমা দেই। এখানে ঘর পাওয়ায় আমাদের মাথা গোঁজার ব্যবস্থা হয়েছে।
ঘর পাওয়া আরেকজন জানান, আগে আমরা খুব খারাপ অবস্থায় ছিলাম। মানুষের জায়গায় বেড়া দিয়ে মাটির ঘরে ছিলাম। এখন আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া পাকা বাড়ি পেয়েছি। আমরা অনেক শান্তিতে আছি। গরু-ছাগল লালন-পালন করছি, বাবা-মায়ের দেখাশোনা করতে পারছি, অনেক সুখেই আছি। আমরা জীবনে কল্পনাও করিনি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে ইটের পাকা বাড়ি করে দেবেন, আর আমরা সেখানে থাকব। কিন্তু এখন বাস্তবতা, তার দেওয়া ইটের পাকা বাড়িতে আমরা বসবাস করছি। কিন্তু তিনি যদি আমাদের কর্মসংস্থানের একটা ব্যবস্থা করে দিতেন, তাহলে সুখে-শান্তিতে জীবনযাপন করতে পারতাম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজাবে রহমত জানান, যেসব পরিবার ইতোমধ্যে পুনর্বাসিত হয়েছে তাদের জীবনমান উন্নয়ন ও আত্মপ্রত্যয়ী করে তুলতে আত্মকর্মসংস্থান সুযোগ সৃষ্টির জন্য চেষ্টা করছি। উপকার ভোগীদের মাঝে গরু, ছাগল, হাঁস, মুরগী বিতরণ করা হয়েছে। এ ছাড়া কৃষি দপ্তরের মাধ্যমে বেশ কিছু জায়গায় প্রদর্শনী খামার বা সবজির বাগান করা হয়েছে। যেখানে বেশ কয়েকটি পরিবার এ কাজের সঙ্গে যুক্ত হয়েছে। আরও যেসব পরিবার রয়েছে তারা যে ধরনের কাজ করতে ইচ্ছুক তাদের সেই কাজের মাধ্যমে আয়ের ব্যবস্থা করে দিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হবে।
এসময় উপকার ভোগীদের মাঝে ফলের গাছ ও ৪ জাতের সবজির বীজ বিতরণ করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্বাহী সেল ও পিইপিজেড মহাপরিচালক শাহিদা সুলতানা ও প্রধানমন্ত্রীর কার্যলয়ের নির্বাহী সেল ও পিইপিজেড এর পরিচালক মোঃ এহেতেশাম রেজা ও তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার রহমত। পরিদর্শন শেষে অতিথিবৃন্দ গৃহ নির্মাণসহ সকল প্রস্তুতি সম্বন্ধে সন্তুষ্টি প্রকাশ করেন।