মোঃ আব্দুস সালাম, গাজীপুর:
গাজীপুর মহানগরের টঙ্গীতে তুলার কারখানা গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে । এলাকা বাসি সুত্রে জানা যায় যে, সোমবার, ৬ মার্চ দুপুরে ১ টার সময় টঙ্গীর দক্ষিণ আউচপাড়া বটতলা ন্যাশনাল পলিমার গ্রুপ সংলগ্ন এলাকায় তুলার কারখানা ও গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় তুলার গোডাউন পুড়ে ছাঁই হয়ে গেছে। এ সময় কারখানা ম্যানেজারসহ ৪ কর্মচারী আহত হয়েছেন। আহতরা হলেন, ম্যানেজার জাকির হোসেন, কর্মচারী সবুজ, সুমন ও সোলাইমান। আহতদের উদ্ধার করে টঙ্গী আহসান উল্লাহ হাসপাতালে পাঠানো হয়েছে।
টঙ্গী ফায়ার সার্ভিসের মুখপত্র ইকবাল হাসান জানান, ফায়ার সার্ভিসের তিন ইউনিটের কর্মীরা ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কারখানা ও গুদাম মালিক আহসান উল্লাহ দিদার জানান,আগুন লাগার পর স্থানীয়রা আগুন নেভাতে শুরু করে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে তাঁর গুদামে থাকা প্রায় অর্ধকোটি টাকার তুলা পুড়ে ছাঁই হয়ে যায়। আগুন লাগার কারণ কেউ বলতে পারেনি।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না