সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:-
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আল ফাহাদ নামের এক স্কুল শিক্ষার্থীর উপর হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রোববার (৬ নভেম্বর) দুপুরে মিজমিজি পাইনাদি রেকমত আলী উচ্চ বিদ্যালয়ের সামনে আহত ফাহাদের সহপাঠী, অভিভাবক ও এলাকাবাসী এ মানববন্ধন করেন।
আহত আল ফাহাদ মিজমিজি পাইনাদি রেকমত আলী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র। অভিযুক্তরা হলেন মোস্তফা কামাল (৪৮), মেহেরাজ মাহি (১৮) ও শাহেদ (১৮)। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন,হামলাকারীরা অনেকে এখনো ধরাছোঁয়ার বাহিরে। পুলিশ এখনো এই মামলার সকল আসামিদের গ্রেফতার করতে পারেনি। ফাহাদের উপর হামলাকারীদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
তারা বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। যদি আমরা সঠিক বিচার না পাই তাহলে আমরা আমাদের মাননীয় এমপি শামীম ওসমানের কাছে যাবো। যদি সেখানেও সঠিক বিচার না পাই তাহলে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাবো।
মানববন্ধনে ফাহাদের বাবা সিরাজুল ইসলাম বলেন, আমার সঙ্গে অভিযুক্ত মোস্তফা কামালের একটি বিষয় নিয়ে কিছুদিন পূর্বে কথা কাটাকাটি হয়। ওই পূর্ব শত্রুতার জের ধরে গত ১ নভেম্বর সিদ্ধিরগঞ্জের ধনু হাজী এলাকায় পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে আমার ছেলেকে পিটিয়ে রক্তাক্ত জখম করেন অভিযুক্ত কামাল, মেহেরাজ মাহি ও শাহেদ। এসময় আঘাতের ফলে আমার ছেলের একটি চোখ নষ্ট হয়ে যায়। বর্তমানে আমার ছেলে আগারগাঁও জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট হাসপাতালে চিকিৎসাধীন আছে। আমি এই হামলার বিচার চাই এবং আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান পিপিএম বার বলেন, এ ঘটনায় তিনজনকে অভিযুক্ত করে থানায় একটি মামলা হয়েছে। আমরা এরইমধ্যে এক আসামিকে গ্রেফতার করেছি। বাকীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না