সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মুনলাক্স এ্যাপারেলস লিঃ গার্মেন্ট মালিক কর্তৃক ঘোষিত লে-অফ প্রত্যাহার ও গার্মেন্ট খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে শ্রমিকরা। সোমবার (৬ফেব্রুয়ারি) সকালে সিদ্ধিরগঞ্জ পুল এসএম টাওয়াররের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করে শ্রমিকরা।
শ্রমিকরা বলেন, শ্রমিকদের সাথে কোনো প্রকার আলোচনা ছাড়াই গার্মেন্টটি ৪ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত ১৫ দিনের জন্য লে-অফ ঘোষনার নোটিশ দেন কারখানা কর্তৃপক্ষ। ফেব্রুয়ারী মাসের বেতন-ভাতা পরিশোধ না করেই এমন ঘোষণা দেওয়ায় শ্রমিকরা বিপাকে পড়েছে। শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধ না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকার ঘোষণা দেওয়া হয়। এর আগে গত ১৮ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত লে-অফ ঘোষনা করে ছিলো কারখানা কর্তৃপক্ষ।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না