রিপন কান্তি গুণ, নেত্রকোনা:
নেত্রকোনা সদর উপজেলাধীন হাতকুণ্ডলী গুচ্ছগ্রামে ১২ বছর বয়সী এক বুদ্ধিপ্রতিবন্ধী শিশু ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষণের ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় একই গ্রামের কাজল মিয়ার ছেলে মিনহাজ মিয়ার (১৯) বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, নেত্রকোনা সদর উপজেলার মেদনী ইউনিয়নের হাতকুণ্ডলী গুচ্ছগ্রামে বসবাসরত বুদ্ধিপ্রতিবন্ধী শিশুটিকে মিনহাজ মিয়া বেশ কিছুদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল। গত শুক্রবার শিশুটিকে বিস্কুট খাওয়ানোর লোভ দেখিয়ে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে মিনহাজ মিয়া। পরে শিশুটি বাড়ি ফিরে বিষয়টি তার মাকে জানায়। এরপর গ্রামের কয়েকজন মাতবর দেন-দরবার করে বিষয়টি মীমাংসার কথা বলে সময়ক্ষেপণ করে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। কিন্তু দরবারের মিমাংসা না মেনে, শিশুটির বাবা বাদী হয়ে রবিবার নেত্রকোনা মডেল থানায় মিনহাজ মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেন।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, শিশুটির বাবা ধর্ষণের অভিযোগ করে থানায় মামলা করেছেন। ধর্ষণের শিকার বুদ্ধিপ্রতিবন্ধী শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না