প্রতিদিনের নিউজ:
নারায়ণগঞ্জের সোনারগাঁও আষাঢ়িয়ারচর বন বিভাগের স্থায়ী চেকপোষ্টে নিয়মিত অভিযানে অবৈধভাবে পরিবহনকৃত গজারির বল্লিসহ পিকআপ আটক করা হয়। পিকআপটি ত্রিপল দিয়ে ঢাকা ছিল। গাড়ির নাম্বার ঢাকা মেট্রো উঅ-১১-২৮৪৩। জানা যায়, অবৈধ কাঠ বোঝায় করে পিকআপটি ঢাকা থেকে কুমিল্লা অভিমুখে মেঘনা টোলপ্লাজা সংলগ্ন আষাঢ়িয়ারচর বন বিভাগের চেকপোষ্টে আটক করা হয়। পিকআপটিতে ৬৬ পিস গজারির বল্লি জব্দ করা হয়।
সোনারগাঁও বন বিভাগের চেকপোষ্টের কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, এই অভিযানের নেতৃত্বে দেন সোনারগাঁও বন বিভাগের চেকপোষ্টের কর্মকর্তা আনোয়ার হোসেন ও তার স্টাফগন অংশ নেয়।
ঢাকা সামাজিক অঞ্চলের বন সংরক্ষক এস এম মনিরুল ইসলাম ও ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা জানান, ১৯২৭ সালের বন আইনের ২০০০ সালে সংশোধিত ৫২ (১) ধারা অনুযায়ী গাছসহ পিকআপ জব্দ করা হয়। কাঠের আনুমানিক বাজার মূল্য ২ লক্ষ টাকা। চলাচলের পাশ না থাকায় মালামাল জব্দ দেখিয়ে, মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এই নিয়মিতি অভিযান অব্যাহত থাকবে
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না