মোজাম্মেল হক লিটন:
নোয়াখালীর সোনাইমুড়ীতে এক ভারতীয় নাগরিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি ভারতের পশ্চিম কলকাতার বাসিন্দা অরিন্দম চ্যাটার্জি। প্রায় এক বছর পূর্বে বেগমগঞ্জ উপজেলার দূর্গাপুর গ্রামের আবুল কালামের মেয়ে তামান্না সুলতানা মুক্তাকে তিনি বিয়ে করেন। গতকাল শনিবার তিনি তার ঢাকার কয়েকজন বন্ধুসহ নোয়াখালীতে শ্বশুর বাড়ি বেড়াতে আসেন।
তার স্ত্রী জানান, তিনি শনিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা নেওয়ার পথে অবস্থার অবনতি হয়। পথিমধ্যে তাকে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ইসরাত জাহান জানান, শনিবার রাতে অরিন্দম চ্যাটার্জিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ সোনাইমুড়ী থানাকে জানালে পুলিশ লাশ থানায় নিয়ে যায় ।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক রোববার, ৫ মার্চ সন্ধ্যায় মুঠোফোনে লাশ গ্রহনের কথা স্বীকার করে বলেন, ঘটনার বিষয়ে কেউ কোন লিখিত অভিযোগ করেনি তবে মৃত ব্যক্তি বিদেশী নাগরিক হওয়ায় পুলিশ লাশের ময়না তদন্তের ব্যবস্থা করেছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে এবং সেই অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না