মুন্সীগঞ্জ সংবাদদাতা
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হাড়িদিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদের নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার (৫ নভেম্বর) বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অভিভাবকরা তাদের ভোটাধিকার প্রয়োগ করে প্রতিনিধি নির্বাচিত করেছেন।
হাড়িদিয়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদে ৫ জন সদস্য প্রার্থী হিসেবে অংশ নেন। এতে অভিভাবকদের ভোটে চারজন নির্বাচিত হয়েছেন। নির্বাচিতরা হলেন- মো. মাহবুব হাওলাদার (ব্যালট-৪) ২৯৬ ভোট পেয়ে প্রথম, মো. কামাল মিয়া (ব্যালট-১) ২৮৩ ভোট পেয়ে দ্বিতীয়, মো. তপন হোসেন বেপারী (ব্যালট-২) ২৫২ ভোট পেয়ে তৃতীয় এবং এইচএম মিজানুর রহমান মিজান (ব্যালট-৫) ১৫৬ ভোট পেয়ে চতুর্থ স্থান পেয়ে বিজয়ী হয়েছেন।
প্রিজাইডিং কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ জাহাঈীর ভোট গগণা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এ সময় বিজয়ী এবং পরাজিত প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের প্রাপ্ত ভোট সংখ্যা প্রকাশ করেন তিনি। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ২টি ক্লাস রুমে বুথ তৈরি করা হয়। বুথে দুইজন সহকারী প্রিজাইডিং ও দুইজন পুলিং অফিসার নিযুক্ত ছিলেন। নির্বাচনে নিরাপত্তার জন্য লৌহজং থানার পুলিশ মোতায়েন রাখা হয়।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না