জুড়ীতে সকালের সময়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে পরিবেশমন্ত্রী
- আপডেট সময় : ০৬:০৬:০৫ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০২৩
- / ৬৩
জসিম উদ্দিন, জুড়ী:
মৌলভীবাজার জেলার জুড়ীতে দেশের জনপ্রিয় শীর্ষস্থানীয় দৈনিক সকালের সময়ের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আলহাজ্ব মোঃ শাহাব উদ্দিন, এমপি।
শনিবার (৪ মার্চ) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমনের সঞ্চালনলায় ও দৈনিক সকালের সময়ের মৌলভীবাজার জেলা প্রতিনিধি মনিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আলহাজ্ব মোঃ শাহাব উদ্দিন, এমপি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক সকালের সময়ের বড়লেখা প্রতিনিধি মাইনুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী বলেন, সাংবাদিকরা হলেন জাতির বিবেক। সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড সমূহ তুলে ধরতে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সাংবাদিকরা সবসময় জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে থাকেন। সাংবাদিকদের কল্যাণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক কাজ করছেন। আমি আশা করছি দৈনিক সকালের সময় তাদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ধারা অব্যাহত।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রতন কুমার অধিকারী, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাসুক মিয়া, বড়লেখা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম, উপজেলা ভাইস-চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোশাররাফ হোসেন, মৌলভীবাজার এলজিইডি র সিনিয়র প্রকৌশলী মোহাম্মদ উল্লাহ আশরাফ, উপজেলা প্রকৌশলী ননী গোপাল দাশ, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মহিউদ্দিন ভূঁইয়া,
জায়ফরনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির দারা, আওয়ামীলীগ নেতা আফজাল হোসেন চিকন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম, সহ-সভাপতি সাইরুল ইসলাম, হাসান তারেক, যুগ্ন সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ আলম, উপজেলা মৎস্যজীবীলীগের সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান, উপজেলা যুবলীগ নেতা সাইফুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল ভূঁইয়া উজ্জ্বল, ঠিকাদার সাইদুল ইসলাম, যুবলীগ নেতা ফারুক মিয়া, উপজেলা ছাত্রলীগ নেতা সাইদুল ইসলাম, কলেজ ছাত্রলীগ নেতা আল আমিন প্রমুখ।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন জুড়ী রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি প্রভাষক মোঃ জহিরুল ইসলাম, জুড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি হারিছ মোহাম্মদ, দৈনিক সংবাদ সারাবেলা প্রতিনিধি খোরশেদ আলম, সিলেট ডাইরি প্রতিনিধি আনোয়ার হোসেন মঞ্জু, কালবেলা প্রতিনিধি আদনান চৌধুরী, দৈনিক ভোরের সময় প্রতিনিধি জাকির হোসেন, দৈনিক নয়া দিগন্ত কমলগঞ্জ প্রতিনিধি হামিদুর রহমান, জুড়ীর সময়ের আবিদ হোসেন, দৈনিক ক্রাইম তালাশের প্রতিনিধি জসিম উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পরিবেশমন্ত্রী আলহাজ্ব মোঃ শাহাব উদ্দিন এমপি, কে সকালের সময়ের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা ও সম্মাননা স্বারক প্রদান করা হয়েছে।