ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মোবাইল ফোন সেট কিনে না দেয়ায় তুহিন (১৪) নামে এক স্কুল ছাত্র বিষ পানে আত্নহত্যা করেছে। শনিবার (৪ মার্চ) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তুহিন উপজেলার ভোমরাদহ্ ইউনিয়নের গাজীপাড়া গ্রামের মৃত্য আমজাদ হোসেনের ছেলে। সে শিমুলবাড়ী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র বলে জানা গেছে।
এলাকাবাসী ও পুলিশ জানান, মা ও ভাবির কাছে স্মার্ট মোবাইল ফোন সেট কিনে চায় স্কুল ছাত্র তুহিন। মোবাইল কিনে না দেয়ায় শুক্রবার বিকালে বাড়ির আসবাব পত্র ভাঙ্গচুর করে তুহিন। সন্ধায় পরিবারের উপর অভিমান করে বিষ পান করে সে। অসুস্থ্য অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় শনিবার মৃত্যু হয় তার । পীরগঞ্জ থানার অফিসার ইনর্চাজ জাহাঙ্গীর আলম ঘনটার সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ ঠাকুরগাঁও মর্গে পাঠানো হয়েছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না