মাদকের আখড়া ভেঙে খেলার মাঠ করলো পুলিশ
- আপডেট সময় : ১০:২১:১৮ অপরাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২
- / ৬৮
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
‘মাদককে না বলি, খেলাধুলায় মেতে থাকি’ এই স্লোগান সামনে রেখে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ডিগবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সুস্তারী মাঠে ফুটবল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মোহাম্মদ নাজমুল হাসান।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মশিউর রহমান পিপিএম (বার) এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. মজিবুর রহমান, দৈনিক সবার কন্ঠ পত্রিকার প্রকাশক ও সম্পাদক আলহাজ্ব মোঃ ফয়েজ উদ্দিন লাভলু, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি ও নাসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মতিউর রহমান মতি, সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাফিজুর রহমান মানিক, পরিদর্শক (অপারেশন) হাবিবুর রহমান, নাসিক ৬নং ওয়ার্ড বিট পুলিশিং ইনচার্জ এসআই মো. নুর আলম মিয়া প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) নাজমুল হাসান বলেন, আজকে যে মাঠটিতে দীর্ঘদিন ধরে খেলা হলো এটি এক সময় পরিত্যক্ত মাদকের আখড়া হিসেবে পরিচিত ছিল। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্যোগে আজ থেকে এ মাঠটিকে মানুষ সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ স্পোর্টিং ক্লাব নামে চিনবে। শুধু আজই এখানে খেলা শেষ নয়, এখানে প্রতিনিয়ত খেলা চলবে এবং চলতেই থাকবে। এসময় কিশোর অপরাধ ও মাদকের ভয়াবহতা সমাজ থেকে দূর করতে তিনি জনপ্রতিনিধি এবং সমাজের সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
২রা জুলাই থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে অংশ নেয় মোট ২৪টি ফুটবল দল। ফুটবল টুর্নামেন্টে আকন্দ এন্ড ফাহিম এন্টারপ্রাইজ দল ১-০ গোলে আফ্রাদ এন্টারপ্রাইজ দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়ারদের হাতে পুরস্কার তুলে দেন।