মোঃ আব্দুস সালাম গাজীপুর:
গাজীপুরের কাশিমপুরে পুলিশ পরিচয়ে অটোরিকশা থেকে চাঁদাবাজির সময় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার,২ মার্চ দিবাগত রাত ১২টার দিকে কাশিমপুরের লস্করচালা তিনরাস্তার মোড় থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। ৩ মার্চ শুক্রবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার যুবকের নাম জাহাঙ্গীর মিয়া (২৭)। তিনি কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার বড়চারা গ্রামের আবদুর রশিদের ছেলে। গাজীপুর মহানগর পুলিশের কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ রাফিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গতকাল রাতে জাহাঙ্গীর মিয়া ‘পুলিশের পোশাক’ পরে নিজেকে পুলিশ দাবি করে লস্করচালা তিনরাস্তার মোড়ে অটোরিকশা থেকে চাঁদা আদায় করছিলেন। স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে হাতেনাতে জাহাঙ্গীর মিয়াকে আটক করা হয়।
আটকের সময় জাহাঙ্গীর মিয়ার পরনে পুলিশ লেখা ভেস্ট, পুলিশের ইউনিফরম (সিবিআইয়ের লোগো দেওয়া শার্ট ও নীল রঙের প্যান্ট), একজোড়া জুতা, একটি কালো রঙের বেল্ট ছিল। এ ছাড়া তাঁর সঙ্গে থাকা পুলিশের ব্যাগ, একটি প্লাস্টিকের খেলনা পিস্তল, একটি মুঠোফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
ওসি রাফিউল ইসলাম বলেন, গ্রেপ্তার ওই যুবক মূলত পুলিশের নকল পোশাক ও ভেস্ট বানিয়েছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই যুবক জানিয়েছেন, দুই মাস আগে তিনি কাশিমপুরে বাসা ভাড়া নেন। এরপর তিনি বিভিন্ন সড়কে চেকপোস্ট বসিয়ে নিজেকে পুলিশ পরিচয় দিয়ে বিভিন্ন গাড়ি থেকে চাঁদা তুলতেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ওই যুবকের বিরুদ্ধে মামলা করেছে। আজ দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয ।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না