০১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫

বাগেরহাটে হুমকি ও ভুমিদস্যুতা থেকে রেহাই পেতে সংবাদ সম্মেলন

রিপোর্টার
  • আপডেট সময় : ০৮:৫৭:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০২৩
  • / ৬৬

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটে পৌর কাউন্সিলর মো: মনিরুজ্জামানের হুমকি ও ভুমিদস্যুতা থেকে রেহাই পেতে সংবাদ সম্মেলন করেছে মিনু বেগম।
শুক্রবার (৩মার্চ) সকালে বাগেরহাট প্রেসক্লাবে আহুত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মিনু বেগম বলেন, বাগেরহাট পৌরসভার ২ নং ওয়ার্ডের হরিণখানা মৌজায় এসএ ২৫৯ বিআরএস ২০০ নং খতিয়ানে এসএ ২৮৯ বিআরএস ১৩০৬ নং দাগে পৈত্রিকসূত্রে ০.২৯৫০ একর জমির মধ্যে আমাদের বসত বাড়ি যাহা আমার পূর্বপুরুষ থেকে বসবাস করে আসছি। ওই মালিকানা জমি আমার বড় বোন মৃত রেনু বেগমের প্রাপ্ত অংশ ০.০২০০ একর জমি ও অন্য ওয়ারেশদের নিকট হইতে ০.০৬০০ একর জমি মোট ০.০৮০০ একর জমি আমার পিতা রেখে যাওয়ায় বসবাস করছি। আমার বড় বোন পৈত্রিক ও খরিদকৃত মোট ০.০৫০০ জমির উপর বসত ঘর বেধে বসবার করে আসছে। ওই দাগে আমার আরেক বড় বোন রেনু বেগমের মেয়ে শাকেরা বেগমের নিকট থেকে ০.০২৬০ একর জমি মনিরুজ্জামান ক্রয় করিয়াছে। এরপর থেকে কাউন্সিলর মনি আমার মৃত বড় বোন রিজিয়ার ভোগ দখলিয় বসত বাড়ির মধ্য থেকে ক্রয়কৃত ০.০২৬০ শতাংশ জমি দাবি করে। এর এক পর্যায়ে উক্ত মনি কাউন্সিলর গত বছরের ১৮ ডিসেম্বর ঘটনাস্থলে উপস্থিত হয়ে রিজিয়া বেগমের ভোগদখলীয় অংশ থেকে তার জমি দাবী করে হুমকি প্রদান করে। এর এক পর্যায়ে মনিরুজ্জামন ও তার সাথে থাকা লোকজন আমার বোনকে ধাওয়া করে। এসম আমার বোন রিজিয়া তাদের ভয়ে পালিয়ে যেতে বাড়ির সামনের পাকা রাস্তায় আসলে মনিরুজ্জামানের লোকজনের মটরসাইকেলের ধাক্কায় রাস্তায় পড়ে গিয়ে মাথায় আঘাত প্রাপ্ত হয়। এসময় আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আসলে মনি ও তার লোকজন পালিয়ে যায়। এরপর আমরা বোনকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে ভর্তি করলে ওই রাতেই সে মারা যায়। এরপর আমরা মৃত বোনকে পোস্টমর্টেম করাতে চাইলে মনিরুজ্জামানের করাতে ব্যর্থ হই। এরপর আমরা ঘটনাস্থলে গিয়ে মনিরুজ্জামানের ছেলে নিশাত পাইকের মটরসাইকেলের ধাক্কায় আমার বোনের মৃত হয়েছে বলে জানতে পারি। এমতাবস্থায় আমরা ন্যয় বিচারের আশায় আদালতে মামলা দায়ের করি। যা বর্তমানে সিআইডি তদন্তাধীন রছেছে। এরপর থেকে মনিরুজ্জান ও তার লোকজন আমাদের ভয়ভীতি ও নানাভাবে হুমকি দিয়ে আসছে। সংবাদ সম্মেলনে মিনু বেগমের সাথে তার ভাই বাবুল শেখ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে অভিযুক্ত পৌর কাউন্সিলর মরিুজ্জামান জানান, যে জমি নিয়ে মিনু বেগম অভিযোগ দিয়েছে। তা আমি ক্রয় করে রিজিয়া বেগমের ঘরের পাশদিয়ে ভোগ দখল করে আসছি। তাই ওই জমি দখল করতে যাওয়ার কোন কারন নেই। সুতরাং এ ঘটনাটি সম্পূর্ন মিথ্যা বানোয়াট। হয়রানী ও আমার ভাবমুর্তী ক্ষুন্ন করতে প্রতিপক্ষের সাথে যোগসাজসে মিনু বেগম এসব ভিত্তীহীন অভিযোগ দায়ের করেছে।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

বাগেরহাটে হুমকি ও ভুমিদস্যুতা থেকে রেহাই পেতে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৮:৫৭:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০২৩
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটে পৌর কাউন্সিলর মো: মনিরুজ্জামানের হুমকি ও ভুমিদস্যুতা থেকে রেহাই পেতে সংবাদ সম্মেলন করেছে মিনু বেগম।
শুক্রবার (৩মার্চ) সকালে বাগেরহাট প্রেসক্লাবে আহুত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মিনু বেগম বলেন, বাগেরহাট পৌরসভার ২ নং ওয়ার্ডের হরিণখানা মৌজায় এসএ ২৫৯ বিআরএস ২০০ নং খতিয়ানে এসএ ২৮৯ বিআরএস ১৩০৬ নং দাগে পৈত্রিকসূত্রে ০.২৯৫০ একর জমির মধ্যে আমাদের বসত বাড়ি যাহা আমার পূর্বপুরুষ থেকে বসবাস করে আসছি। ওই মালিকানা জমি আমার বড় বোন মৃত রেনু বেগমের প্রাপ্ত অংশ ০.০২০০ একর জমি ও অন্য ওয়ারেশদের নিকট হইতে ০.০৬০০ একর জমি মোট ০.০৮০০ একর জমি আমার পিতা রেখে যাওয়ায় বসবাস করছি। আমার বড় বোন পৈত্রিক ও খরিদকৃত মোট ০.০৫০০ জমির উপর বসত ঘর বেধে বসবার করে আসছে। ওই দাগে আমার আরেক বড় বোন রেনু বেগমের মেয়ে শাকেরা বেগমের নিকট থেকে ০.০২৬০ একর জমি মনিরুজ্জামান ক্রয় করিয়াছে। এরপর থেকে কাউন্সিলর মনি আমার মৃত বড় বোন রিজিয়ার ভোগ দখলিয় বসত বাড়ির মধ্য থেকে ক্রয়কৃত ০.০২৬০ শতাংশ জমি দাবি করে। এর এক পর্যায়ে উক্ত মনি কাউন্সিলর গত বছরের ১৮ ডিসেম্বর ঘটনাস্থলে উপস্থিত হয়ে রিজিয়া বেগমের ভোগদখলীয় অংশ থেকে তার জমি দাবী করে হুমকি প্রদান করে। এর এক পর্যায়ে মনিরুজ্জামন ও তার সাথে থাকা লোকজন আমার বোনকে ধাওয়া করে। এসম আমার বোন রিজিয়া তাদের ভয়ে পালিয়ে যেতে বাড়ির সামনের পাকা রাস্তায় আসলে মনিরুজ্জামানের লোকজনের মটরসাইকেলের ধাক্কায় রাস্তায় পড়ে গিয়ে মাথায় আঘাত প্রাপ্ত হয়। এসময় আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আসলে মনি ও তার লোকজন পালিয়ে যায়। এরপর আমরা বোনকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে ভর্তি করলে ওই রাতেই সে মারা যায়। এরপর আমরা মৃত বোনকে পোস্টমর্টেম করাতে চাইলে মনিরুজ্জামানের করাতে ব্যর্থ হই। এরপর আমরা ঘটনাস্থলে গিয়ে মনিরুজ্জামানের ছেলে নিশাত পাইকের মটরসাইকেলের ধাক্কায় আমার বোনের মৃত হয়েছে বলে জানতে পারি। এমতাবস্থায় আমরা ন্যয় বিচারের আশায় আদালতে মামলা দায়ের করি। যা বর্তমানে সিআইডি তদন্তাধীন রছেছে। এরপর থেকে মনিরুজ্জান ও তার লোকজন আমাদের ভয়ভীতি ও নানাভাবে হুমকি দিয়ে আসছে। সংবাদ সম্মেলনে মিনু বেগমের সাথে তার ভাই বাবুল শেখ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে অভিযুক্ত পৌর কাউন্সিলর মরিুজ্জামান জানান, যে জমি নিয়ে মিনু বেগম অভিযোগ দিয়েছে। তা আমি ক্রয় করে রিজিয়া বেগমের ঘরের পাশদিয়ে ভোগ দখল করে আসছি। তাই ওই জমি দখল করতে যাওয়ার কোন কারন নেই। সুতরাং এ ঘটনাটি সম্পূর্ন মিথ্যা বানোয়াট। হয়রানী ও আমার ভাবমুর্তী ক্ষুন্ন করতে প্রতিপক্ষের সাথে যোগসাজসে মিনু বেগম এসব ভিত্তীহীন অভিযোগ দায়ের করেছে।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন