পারিবারিক পুস্টি বাগান উপকার ভোগীদের পুষ্টির চাহিদা পুরণ হচ্ছে
- আপডেট সময় : ০৮:০১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০২৩
- / ৬২
বাগেরহাট প্রতিনিধি:
পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি বলেছেন, গৌরম্ভা আশ্রয়ণের পারিবারিক পুস্টি বাগান সারা দেশের মধ্যে মডেল হতে পারে। এতে একদিকে অকৃষি জমির ব্যবহার নিশ্চিত হচ্ছে অপর দিকে এই বাগানের ফসলের মাধ্যমে উপকার ভোগীদের পুষ্টির চাহিদা পুরণ হচ্ছে। শুক্রবার সকালে রামপালের গৌরম্ভা আশ্রয়ণের উপকারভোগীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এসময় খামারবাগি কৃষি সম্পাসারণ অধিদপ্তরের মহাপরিচলাক বাদল চন্দ্র বিশ^াস, কুষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া,ইফনাফ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো: আকরাম হোসেন প্রমুখ বক্তব্য দেন। পরে অতিথিবৃন্দ প্রধানমন্ত্রীর উপহার দেয়া গৌরম্ভা আশ্রয়ণের ঘর ও প্রতিটি ঘরের সামনের পুষ্টি বাগান পরিদর্শন করেন।