এডিট করে প্রধানমন্ত্রীর সঙ্গে আওয়ামী লীগ নেতার ছবি
- আপডেট সময় : ১০:০৭:০২ অপরাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২
- / ৭১
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবির সঙ্গে এডিট করে নিজের ছবি বসানোর অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের ১নং ওয়ার্ড সদস্য মো. মজিবুর রহমানের বিরুদ্ধে। গত বুধবার (২ নভেম্বর) রাতে আলহাজ্ব মো. মজিবুর রহমান নামে এক ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে এডিট করা একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পোস্ট দেওয়া হয়। এরপর থেকে তুমুল সমালোচনার মুখে পড়েছেন আওয়ামী লীগের এই নেতা। আলহাজ্ব মজিবুর রহমান। তার দেয়া ওই পোস্টে লিখেছেন ‘ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন’।
সমালোচিত ওই ছবিতে দেখা যায়, একটি স্টেজের উপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ সভাপতি মজিবুর রহমান দাঁড়িয়ে আছেন। তবে আওয়ামী লীগ নেতাকর্মী ও সচেতন মহলের দাবী, সামজিক যোগাযোগ মাধ্যমে নেত্রীর ছবির সঙ্গে নিজের ছবি এডিট করে মানুষকে বোকা বানাচ্ছেন মজিবুর রহমান।
তারা বলছেন, প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ানো ব্যক্তি মজিবুর রহমান নয়, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। একজন সিনিয়র নেতা হওয়া সত্বেও মজিবুর রহমানের এমন কাজ অশোচনীয় ও নিন্দনীয়।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক স্থানীয় এক আওয়ামী লীগের কর্মী বলেন, মজিবুর রহমান একজন ত্যাগী আওয়ামী লীগ নেতা। দীর্ঘ ৩২ বছর ধরে তিনি একটানা থানা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। কিছুদিন পূর্বে তিনি জেলা পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন। তার দ্বারা এমন সমালোচনা মূলক কাজ আমরা আশা করিনি। এটা খুব দুঃখজনক।
জানতে চাইলে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের ১নং ওয়ার্ড সদস্য আলহাজ্ব মজিবুর রহমান জানান, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। এটা কোনো এডিট করা ছবি না। এটা সত্যিকারের ছবি। যারা দাবী করছে এটা এডিট করা ছবি, তাদেরকেই জিজ্ঞেস করেন এই ছবি কিভাবে এডিট হলো। সে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের সঙ্গে জড়িত, প্রধানমন্ত্রীর সঙ্গে তার ছবি থাকতেই পারে। এই ছবিটি আওয়ামী লীগের একটা অনুষ্ঠানে তোলা। যে অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন, আর আমি অনুষ্ঠানের সভাপতি ছিলাম। তার রক্তে আওয়ামী লীগ, তিনি এইসব এডিট করা ছবির মধ্যে নেই।