তারাকান্দায় শিক্ষক কুপানো যুবলীগ নেতা আজও গ্রেপ্তার হয়নি
- আপডেট সময় : ০৬:৫৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০২৩
- / ৭০
তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের তারাকান্দায় শিক্ষক কুপানো যুবলীগ নেতা আজও গ্রেপ্তার হয়নি। মামলা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলা আশ্বিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক এখলাছ উদ্দিন নিজ বসত বাড়িতে হাফ বিল্ডিং ঘর নির্মাণের কাজ করতেছে। এ নিয়ে কাজের নির্মাণ শ্রমিক সাইফুল ইসলাম ওরফে কামরুলের সাথে কাজ নিয়ে এখলাছ উদ্দিনের কথা কাটা কাটি হয়। এ নিয়ে শ্রমিক শত্রুতা পোষণ করে চলে যায়। গত (১৫ ফেব্রুয়ারী) এখলাছ উদ্দিন রাজদারিকেল ছমির ফকিরের মাজরের ওরশ মাহফিলে গেলে আসামিরা হামলা চালিয়ে নীলাফুলা জখম করে এবং পরে বাড়িতে গিয়ে খুন জখমের উদ্দেশ্যে অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে। এ সময় বাড়ির লোকজন ভয়ে ঘরে আশ্রয় নিয়ে ডাকচিৎকার দিলে আশ-পাশের লোকজন এগিয়ে আসতে থাকলে দূর্বৃত্তরা পালিয়ে যায়। এতে খান্ত হয়নি আসামিরা। গত (১৮ ফেব্ররুয়ারি) এখলাছ উদ্দিন নির্মাণধীন ঘরের জিনিসপত্র ক্রয়ের জন্য ১ লক্ষ ৫০ হাজার টাকা নিয়ে তারাকান্দা উপজেলা সদরের বাজারে রওনা দিলে প্রধান আসামি সাবেক ইউপি সদস্য ও যুবলীগ নেতা রুবেল মিয়া ও সাইফুল ইসলাম ওরফে কামরুলসহ দলবল মিলে চংনাপাড়া বাজারে রুবেলের দোকানের সামনে রাম দা, লোহার রড দিয়ে হত্যা করার উদ্দেশ্যে গুরুতর জখম করে এবং টাকা জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়। আহত অবস্থায় এখলাছ উদ্দিনকে উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে চিকিৎসকগণ। এ বিষয়ে এখলাছ উদ্দিনের স্ত্রী বাদি হয়ে, রুবেল মিয়াসহ ১৬ জনকে আসামি করে (১৯ ফেব্রয়ারী) তারাকান্দা থানায় মামলা দায়ের করে। ২ সপ্তাহ অতিবাহিত হলেও প্রধান আসামি পংদারিকেল (আনন্তপুর) গ্রামের মোসলেম উদ্দিনের পুত্র ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক রুবেল মিয়াকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। এতে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমাজের মাঝে ক্ষুভ বিরাজ করছে। গত (২৫ফেব্রয়ারী) শনিবার বিকেলে তারাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রায় ৩শ’ শিক্ষক তারাকান্দা উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রেজাউল কবীরের নেতৃত্বে বিচারের জন্য গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি’র কাছে মৌণমিছিল নিয়ে যান। তখন তিনি শিক্ষকদের সঠিক বিচারের আশ্বাস দেন। তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের জানান,আসামি গ্রেফতারের পুলিশি জোর তৎপরতা অব্যাহত রয়েছে।।