পাঁচ দিন ধরে নিখোঁজ অটো চালক সাইফুল, পরিবারের আহাজারী
- আপডেট সময় : ১১:২২:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০২৩
- / ৭৫
আঃ আলিম ঠাকুরগাঁও:
পাঁচ দিন ধরে নিখোঁজ হয়েছেন ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার অসহায় অটো চালক সাইফুল ইসলাম (১৪)। সে ৫ দিন ধরে নিখোঁজ হওয়ায় তার পরিবারের আহাজারি দিন দিন বেড়েই চলছে। নিখোঁজ সাইফুল ইসলাম হরিপুর উপজেলার পূর্ব দামোল গ্রামের নুর ইসলাম ভদায়ের ছেলে ও চৌরঙ্গী রণহাট্টা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র।
গত মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী বিকালে হরিপুর উপজেলার চৌরঙ্গী বাজার হতে তার ব্যাটারী চালিত অটো গাড়িতে করে ২ জন যাত্রী নিয়ে কাঠালডাঙ্গী বাজারের উদ্দেশ্যে বের হয়। রাত ১টা পর্যন্ত বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাকে তার মুঠোফোনে ফোন করলে ফোন বন্ধ পায়। এখন পর্যন্ত ৫দিন অতিবাহিত হওয়ার পরেও বিভিন্ন জায়গায় খোজ খবর করে কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। এতে তার পরিবার হতাশার মধ্যে রয়েছেন।
যদি কোন স্বহৃদয়বান ব্যক্তি ছেলেটির সন্ধান পেয়ে থাকেন নিচের নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করেছেন তার বাবা তিনি এই মোবাইল ০১৩০৬৫০৯৩৬৬ নাম্বারে যোগাযোগ করতে বলেছেন। এ বিষয়ে হরিপুর থানার ওসি তাজুল ইসলাম বলেন, হরিপুর থানার একটি জিডি করা হয়েছে আমরা উদ্ধারের চেষ্টা অব্যাহত রেখেছি।