সিদ্ধিরগঞ্জে ‘সময়ের আলো’র প্রতিষ্ঠা বার্ষিকী
- আপডেট সময় : ০৯:৫১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩
- / ৭৬
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
বর্ণাঢ্য আয়োজনে কেক কেটে সিদ্ধিরগঞ্জে বৃহস্পতিবার, ২ মার্চ দেশের অন্যতম শীর্ষ পত্রিকা দৈনিক ‘সময়ের আলো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সিদ্ধিরগঞ্জ পুলস্থ স্থানীয় একটি রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত ‘সময়ের আলো’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাফিজুর রহমান মানিক।
অনুষ্ঠানে দৈনিক সময়ের আলো সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি রাশেদুল কবির অনুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সাংবাদিক মনির হোসেন, হোসেন চিশতী শিপলু, মো. কবির হোসেন, আব্দুল কাইয়ুম, মোশতাক আহমেদ শাওন, শাহাদাত হোসেন স্বপন, এমরান আলী সজিব, মো. শাহিন, মুহাম্মদ জাকির হোসেন, মো. তোফাজ্জল হোসেন, মো. আরিফ হোসেন, আহসানুল হাবিব সোহাগ, অপু রহমান, ফারুক হোসেন, রাশেদুল ইসলাম রাজু, মেহেদী হাসান সৈকত ও শরীফুল ইসলাম তনয়।
কেক কাটার পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনায় অতিথিরা তাদের বক্তব্যে সময়ের আলো পত্রিকার প্রকাশিত সংবাদগুলোর বস্তুনিষ্ঠতা ও সমসায়িকতার প্রশংসা করে পত্রিকাটির সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সময়ে আলো পত্রিকা ৪ বছরে পদার্পণ করেছে। এই অল্প সময়ে মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে পত্রিকাটি। সময়ের আলো যেভাবে উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনা নিয়ে কাজ করছে, সেই ভাবে সকল মিডিয়ার এগিয়ে আসা উচিত। লাল সবুজের আলোয় আলোকিত দৈনিক সময়ের আলো পত্রিকার সাফল্য এবং পাঠক প্রিয়তা বৃদ্ধি কামনা করেন বক্তাগণ।