সুন্দরবন ঘুরে গেলেন সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী
- আপডেট সময় : ০৮:০৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩
- / ৬২
বাগেরহাট প্রতিনিধি:
পরিবার নিয়ে সুন্দরবন ঘুরে দেখলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর। বৃহস্পতিবার, ২ মার্চ দুপুরে সুন্দরবনের একমাত্র বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র করমজলে আসেন তিনি। এ সময় সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর’র সঙ্গে তার ৩ ভায়েরা ও মিসেসরা সহ ৪ বোন ও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সদস্যরা ছিলেন। সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর পরিবারের সদস্যদের নিয়ে সুন্দরবন ঘুরে দেখেন।
করমজলে থাকা বানর, হরিণ, বিলুপ্ত প্রজাতির কচ্ছপ বাটাগুর বাসকা, কুমির ও কুমিরের ছানা দেখে আনন্দ প্রকাশ করেন। এছাড়া সুন্দরবন ও করমজলের সার্বিক বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন সাবেক এ স্বরাষ্ট্র মন্ত্রী ও তার পরিবারের সদস্যরা।
করমজল বন্যপ্রাণী প্রজননকেন্দ্র ও পর্যটন স্পটের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার আজাদ কবির বলেন, করমজলে অবস্থানকালে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর ও তার পরিবারের সদস্যরা সুন্দরবনের ম্যাপ, কুমির, বানর, কচ্ছপ ও হরিণ দেখেন। সুন্দরবনের বিভিন্ন বিষয় সম্পর্কে তাদের জানিয়েছি। সব মিলিয়ে তিনি সুন্দরবন ভ্রমণ করে সন্তোষ প্রকাশ করেছেন। এছাড়া বন বিভাগ ও সুন্দরবন পূর্ব বন বিভাগকে ধন্যবাদ দিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর।