ষ্টাফ রিপোর্টার:
ময়মনসিংহ সদর উপজেলার ভাবখালী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২রা মার্চ) দিনব্যাপী বিদ্যালয়ের খেলার মাঠে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
জাতীয় যু সংহতি ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মো. হারুন অর রশিদ (হাজ্বী হারুন) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান ভূইয়া, ভাবখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সাত্তার সোহেল,সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান রমজান আলী,বীর মুক্তিযোদ্ধা গাজী রজব আলী, সাংবাদিক আরিফ রববানী, ম্যানেজিং কমিটির সদস্য আবুল কালাম আজাদ, সাইফুল ইসলাম,হাবিবুর রহমান সহ অভিভাবক ও সহকারী শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা।
অনুষ্ঠানে প্রধান অতিথির আগমনে তাকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ হারুন অর রশিদ (হাজ্বী হারুন)।এসময় তিনি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতানুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের শান্তিশৃঙ্খলা বদ্ধ পরিবেশ বজায় রেখে অনুষ্ঠান উপভোগ করার আহবান জানান। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার কবীর।
বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানকে ঘিরে বিদ্যালয়ের বিশাল মাঠ সাজানো হয়েছিল সুন্দরভাবে। ব্যাপক উৎসাহ উদ্দীপনার সঙ্গে উদ্যাপিত হয়েছে অনুষ্ঠানটি। প্রতিযোগীদের কুচকাওয়াজ, তোপধ্বনি, পায়রা ওড়ানো ইত্যাদি আনুষ্ঠানিকতা সুন্দরভাবে সম্পাদিত হয়েছে। খেলাধুলার পাশাপাশি বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান দর্শকদের আনন্দ দিয়েছে। পরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না