০২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
শিরোনাম:
রাজশাহীতে ছিনতাইকারির কবলে পড়ে সাংবাদিকের স্ত্রী-কন্যা
রিপোর্টার
- আপডেট সময় : ০৬:৫৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩
- / ৫৪
সোহেল রানা, রাজশাহী:
দৈনিক কালের কণ্ঠের রাজশাহীর নিজস্ব প্রতিবেদক ও রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলামের স্ত্রী কন্যা শিশুসহ ছিনতাইয়ের কবলে পড়ে গুরুতর আহত হয়েছেন। বুধবার নগরীর রাজপাড়া থানার তেরোখাদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। রফিকুল ইসলাম বলেন, তার স্ত্রী নতুন বিলশিমলা বাজার থেকে রিক্সাযোগে বাসায় ফেরার পথে চারজন ছিনতাইকারী দুইটি মোটর সাইকেলযোগে এসে ছিনতাই চেষ্টা চালায়। এতে তারা রিক্সা থেকে পরে গিয়ে গুরুতর আহত হয়। পরে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। রাজপাড়া থানার ওসি এসএম সিদ্দিকুর রহমান বলেন, ঘটনা জানতে পেরেছি। সিসিটিভির ফুটেজ পেয়ে আমরা ইতোমধ্যে তদন্ত শুরু করে দিয়েছি। অতিদ্রুত ছিনতাইকারীদের গ্রেপ্তার করা হবে।