স্ত্রীকে নির্যাতনের মামলায়, ঢাকার কারাগারে গৌরনদীর যুবক
- আপডেট সময় : ০৫:৫২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩
- / ৬৩
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:
স্ত্রীকে নির্যাতনের মামলায় আবির মাহমুদ (২৮) নামের এক যুবককে কারাগারে পাঠিয়েছেন ঢাকার একটি আদালত। কারাগারে যাওয়া আবির বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের হোসনাবাদ এলাকার আমিনুল ইসলাম বাবুলের ছেলে। সে (আবির) নোয়াখালীর সোনাপুরে ক্লাসিক প্রভিটা এগ্রো লিমিটেডে কর্মরত ছিলো।
মামলার এজাহার ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৯ সালে গৌরনদী উপজেলার হোসনাবাদ এলাকার বাসিন্দা আবির মাহমুদ খুলনা জেলার বাসিন্দা ওই নারীকে বিয়ে করেন। বিয়ের পরপরই নানাভাবে যৌতুকের জন্য আবির তার স্ত্রীকে চাপ দিতে থাকে। কয়েক দফায় পাঁচ লাখ টাকা দেওয়ার পরও তার (আবির) টাকার চাহিদা আরো বেড়ে যায়। এজন্য সে বেপোরোয়া হয়ে তার স্ত্রীকে প্রায়ই মারধর করতে থাকে। এছাড়াও অন্য নারীর সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে আবির। এমনকি স্ত্রীর ব্যক্তিগত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে দিয়ে হেয় প্রতিপন্ন করা হয়। বিষয়টি পারিবারিকভাবে মীমাংসা করতে ব্যর্থ হয়ে ২০২২ সালের ১৮ জুলাই নির্যাতিতা ওই নারীর বড় ভাই মাসুদ আলম রাজধানীর উত্তরা পশ্চিম থানায় আবিরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
বৃহস্পতিবার দুপুরে নির্যাতিতা নারীর বড় ভাই মামলার বাদী মাসুদ আলম জানান, ২০ লাখ টাকা যৌতুকের দাবিতে আমার বোনকে অমানুষিক নির্যাতন করে আসছিলো ভগ্নিপতি আবির। বোনের সুখের কথা চিন্তা করে যৌতুক হিসেবে ভগ্নিপতির হাতে পাঁচ লাখ টাকা দিয়েছি। বাকি ১৫ লাখ টাকার জন্য বোনকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিলো। এমনকি যৌতুকের টাকার জন্য নির্যাতন চালিয়ে বোনের হাত ভেঙে দেয় ভগ্নিপতি আবির। এ নিয়ে থানায় মামলা দায়েরের পর উচ্চ আদালত থেকে আগাম জামিনে ছিলো আবির। গত মঙ্গলবার,২৮ ফেব্রুয়ারি দুপুরে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত-৯ এ স্থায়ী জামিনের জন্য আবেদন করলে আদালতের বিচারক তার (আবির) জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। যৌতুক লোভী ভগ্নিপতি আবিরের সর্বোচ্চ শাস্তি দাবী করেন তিনি।