নারায়ণগঞ্জ প্রতিনিধি:
ফতুল্লার পিলকুনি-নন্দলালপুর সড়কের মোল্লাবাড়ি মসজিদের পাশের ডোবা থেকে উদ্ধার হওয়া লাশের পরিচয় পেয়েছে পুলিশ। লাশটি ছিল অটোরিকশা চালক হাসানের(৩৫)। সে ফতুল্লার কাশীপুর বাঁশমুলি এলাকার মজিবুর মিয়ার বাড়ীর ভাড়াটিয়া। নিহত হাসান(৩৫) কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার বাহের মাঝি গ্রামের আবু সামার ছেলে। দুইদিন নিখোঁজ থাকার পর স্ত্রী সীমা শনিবার দুপুরে ফতুল্লা মডেল থানায় জিডি করতে এসে লাশটি শনাক্ত করেছে।
স্ত্রী সীমা জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় বাসা থেকে বের হয়ে মনিরের গ্যারেজ থেকে অটোরিকশা নিয়ে বের হয়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। তাঁদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার সকালে স্থানীয় লোকজন পিলকুনি মোল্লা বাড়ী মসজিদ সংল্ন একটি ডোবায় লাশ দেখতে পেয়ে ৯৯৯ নাম্বারে ফোন করলে পুলিশ লাশটি উদ্ধার করে। পুলিশের ধারণা, বৃহস্পতিবার রাতের যে কোন সময়ে অজ্ঞাত দুর্বৃত্তরা তাঁকে শ্বাসরোধে হত্যা করে ডোবায় ফেলে রেখে গেছে। নিহতের গলায় দাগ ছাড়া শরীরের অন্য কোন স্থানে জখম পায়নি পুলিশ। নিহতের পরনে জিন্স প্যান্ট ও গায়ে নীল রংয়ের ফতুয়া ছিলো।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না