গজারিয়ায় উপকারভোগীর মাঝে চাল বিতরণ
- আপডেট সময় : ০৫:১৯:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩
- / ৭২
সুমন খান, গজারিয়া:
দেশের সংকটময় অর্থনৈতিক পরিস্থিতি মোকাবিলায় অসচ্ছল নারীদের জন্য খাদ্য সহায়তার উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। এর অংশ হিসেবে গজারিয়া-র ইমামপুর ইউনিয়নের ২৯৫ জন অসচ্ছল নারীকে বিনামূল্যে ৩০ কেজি করে চাল বিতরণ করছে ইউপি চেয়ারম্যান হাফিজুজ্জামান খান জিতু।
গত বৃহস্পতিবার, ২ মার্চ সকালে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়ন পরিষদে ২০২৩-২৪ সময়ের জন্য চালু করা নতুন এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন চেয়ারম্যান হাফিজুজ্জামান খান জিতু।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাদিয়া আফরিন। ইউপি সচিব মো: হযরত আলী সহ বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যগণ।
এই কর্মসূচিতে উপকারভোগী হবেন অসচ্ছল, বিধবা ও তালাকপ্রাপ্তা নারী। যাদের পরিবারের নিয়মিত উপার্জনক্ষম সদস্য বা নিয়মিত আয় নেই, যারা ভূমিহীন অথবা নিজ মালিকানায় জমির পরিমাণ শূন্য দশমিক ১৫ শতকের কম। তবে তাদের বয়স হতে হবে ২০ থেকে ৫০ বছরের মধ্যে। এ ছাড়া যেসব পরিবার দৈনিক দিনমজুরি হিসেবে জীবিকা নির্বাহ করে এবং মাটির দেয়াল, পাটকাঠি বা বাঁশের তৈরি ঘরে থাকে এমন পরিবারের নারীরা। যে পরিবারে কিশোরী বা ১৫ থেকে ১৮ বছর বয়সী মেয়ে, অটিজম বা প্রতিবন্ধী সন্তান এবং বিদেশ থেকে প্রত্যাগত অভিবাসী রয়েছেন—এমন নারীরা অগ্রাধিকার পাবেন।