মোজাম্মেল হক লিটন, চাটখিল:
নোয়াখালীর চাটখিল উপজেলার নোয়াখলা ইউপির শ্রীনগরের মাদক ব্যবসায়ী আখতারুজ্জামান (সুজন) কে ৫৫ পিস ইয়াবা সহ গ্রেফতার করা হয়েছে। বুধবার, ১ মার্চ রাতে খিলপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি কামরুজ্জামানের নেতৃত্বে পরিচালিত এক অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
নোয়াখালীর পুলিশ সুপার মোঃ শহীদুল ইসলাম, পিপিএম ও সহকারী পুলিশ সুপার (চাটখিল সার্কেল) নিত্যানন্দ দাসের সার্বিক দিক নির্দেশনায় এবং চাটখিল থানার অফিসার ইনচার্জ, মুহাম্মদ গিয়াস উদ্দিনের সার্বিক তত্বাবধায়নে মাদকবিরোধী এ অভিযান পরিচালিত হয়।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গিয়াস উদ্দিন জানান, গ্রেফতারকৃত মোঃ আক্তারজ্জামান সুজন (৪০),পিতা- মোঃ নুর নবী,- শ্রীনগর, (দাশের বাড়ী প্রঃ হাজী বাড়ী), থানা- চাটখিল, জেলা -নোয়াখালী দীর্ঘদিন যাবত এলাকার মাদক ব্যবসা করে আসছিল। এই ব্যাপারে চাটখিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি নিশ্চিত করেন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না