নাজিম উদ্দিন রানা:
লক্ষ্মীপুর জেলার মডেল থানাধীন পৌরসভার ১০নং ওয়ার্ড উত্তর মজুপুর এলাকায় বুধবার, ১ মার্চ বুধবার দুপুর ২টায় একজন অপরিচিত মহিলা ভিক্ষুক এর নিকট তার শিশু সন্তানকে ওয়াশ রুমে যাওয়ার কথা বলে রেখে যায়। পরবর্তী সময় দীর্ঘক্ষণ অপেক্ষার পর দেখতে পেল রেখে যাওয়া শিশুকে নেওয়ার জন্য উক্ত মহিলা এখনো আসতেছেন না। এরপর ভিক্ষুক মহিলা নিরুপায় হয়ে থানা পুলিশকে খবর দিলে পুলিশ শিশুকে উদ্ধার করে। উক্ত ঘটনার সংবাদ পেয়ে শত ব্যস্ততার মাঝে তাৎক্ষণিক শিশুকে দেখতে যান লক্ষ্মীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মাহফুজ্জামান আশরাফ। সেই রেখে যাওয়া শিশু ছেলেকে কোলে নিলেন এসপি ছবিতে ভিক্ষুকের কোলে রেখে যাওয়া শিশুটিকে আদর করতে দেখা যাচ্ছে লক্ষীপুরের পুলিশ সুপার মোঃ মাহফুজ্জামান আশরাফকে। লক্ষ্মীপুরে ভিক্ষুকের কোলে ৬ মাসের শিশু সন্তান রেখে পালিয়েছে মা" শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়েছে "প্রতিদিনের নিউজসহ অন্যান্য গণমাধ্যমে। বিষয়টি নজরে পরে লক্ষীপুরের পুলিশ সুপার মোঃ মাহফুজ্জামান আশরাফের।
তিনি শিশু বাচ্চাটির খোঁজ খবর নেয়ার জন্য আজ বিকেলে ঘটনাস্থলে ছুঁটে যান এবং ভিক্ষুকের কোলে রেখে যাওয়া বাচ্চাটিকে কোলে তুলে নেন। উক্ত শিশুকে প্রাথমিক ভাবে লালন পালনের জন্য পৌরসভার ১০নং ওয়ার্ড কাউন্সিলর মো. জসিম উদ্দিনের তত্ত্ববধানে রয়েছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না