০৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

নকশা ভেঙ্গে নির্মাণ করা ভবন ভাঙলো কেডিএ

রিপোর্টার
  • আপডেট সময় : ০৮:১২:২৫ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩
  • / ৪৫

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

খুলনা প্রতিনিধি:

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) কাছ থেকে নকশা অনুমোদন নিয়ে বাড়ি বানিয়েছেন নিজের ইচ্ছে মতো। সড়কের জায়গা দখল করেছেন, সীমানা চলে গেছে প্রতিবেশির জমির ওপর। খুলনা নগরীর দৌলতপুর থানার পাবলায় অভিযান চালিয়ে নির্মাণাধীন ওই ভবন ভেঙ্গে দিয়েছে কেডিএ। মঙ্গলবার বেলা ১১টায় এই অভিযান চালানো হয়। কেডিএর অথরাইজড অফিসার জি এম মাসুদুর রহমান জানান, পাবলা এলাকার আকিমুল হোসেন নকশা অনুমোদন নিলেও নিজের ইচ্ছে মতো বাড়ি বানিয়েছেন। তাকে নোটিশ দিলেও তিনি সড়কের জমি ছাড়েননি। অভিযান চালিয়ে তার নির্মাণাধীন একতলা ভবনের খেলাপী অংশ ভেঙ্গে অপসারণ করা হয়েছে। এনিয়ে গত ৬ মাসে প্রায় ১৫টি নকশা বর্হিভূত স্থাপনা অপসারণ করা হয়েছে। এ সময় কেডিএর স্থায়ী সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ শবনম সাবা, ইমরামত পরিদর্শকরা উপস্থিত ছিলেন।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

নকশা ভেঙ্গে নির্মাণ করা ভবন ভাঙলো কেডিএ

আপডেট সময় : ০৮:১২:২৫ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

খুলনা প্রতিনিধি:

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) কাছ থেকে নকশা অনুমোদন নিয়ে বাড়ি বানিয়েছেন নিজের ইচ্ছে মতো। সড়কের জায়গা দখল করেছেন, সীমানা চলে গেছে প্রতিবেশির জমির ওপর। খুলনা নগরীর দৌলতপুর থানার পাবলায় অভিযান চালিয়ে নির্মাণাধীন ওই ভবন ভেঙ্গে দিয়েছে কেডিএ। মঙ্গলবার বেলা ১১টায় এই অভিযান চালানো হয়। কেডিএর অথরাইজড অফিসার জি এম মাসুদুর রহমান জানান, পাবলা এলাকার আকিমুল হোসেন নকশা অনুমোদন নিলেও নিজের ইচ্ছে মতো বাড়ি বানিয়েছেন। তাকে নোটিশ দিলেও তিনি সড়কের জমি ছাড়েননি। অভিযান চালিয়ে তার নির্মাণাধীন একতলা ভবনের খেলাপী অংশ ভেঙ্গে অপসারণ করা হয়েছে। এনিয়ে গত ৬ মাসে প্রায় ১৫টি নকশা বর্হিভূত স্থাপনা অপসারণ করা হয়েছে। এ সময় কেডিএর স্থায়ী সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ শবনম সাবা, ইমরামত পরিদর্শকরা উপস্থিত ছিলেন।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন