বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের পশুর নদী থেকে ২৪ ঘণ্টার ব্যবধানে নারী পুরুষের দুটি লাশ উদ্ধার করেছে নৌপুলিশ। বুধবার দুপুরে রামপাল উপজেলার রোমজাইপুর গ্রাম সংলগ্ন পশুর নদী থেকে নৌ পুলিশের সদস্যরা অজ্ঞাত (৪০) পরিচয় এক পুরুষের লাশ উদ্ধার করে। এর আগের দিস মঙ্গলবার রাতে সুন্দরবন সংলগ্ন পশুর নদী থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করে নৌপুলিশ। উদ্ধার হওয়া পুরুষ লাশের পরনে কালো প্যান্ট ও হালকা কালো রংয়ের ফুলহাতা গেঞ্জি ছিল। আর নারীর গলায় মোটা দড়ি বাঁধা ছিল।
বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান পুলিশ পরির্দশক এস এম আশরাফুল আলম জানান, বাগেরহাটের পশুর নদী থেকে ২৪ ঘণ্টার ব্যবধানে নারী পুরুষের দুটি লাশ নৌপুলিশ উদ্ধার করে দাকোপ ও রামপাল থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। সুরাতহাল শেষ অজ্ঞাত নারীর লাশের ময়না তদন্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সম্পন্ন হয়েছে। আর অজ্ঞাত পুরুষের লাশ ময়না তদন্তের জন্য বাগেরহাট ২৫০ বেড হাসপাতালে পাঠানো হয়েছে। লাশ দুটির পরিচয় জানতে বিভিন্ন থানায় বেতার বার্তা পাঠানো হয়েছে। লাশ দুটি কিভাবে কোথা থেকে আসলো, তা জানতে কাজ শুরু করেছে দাকোপ ও রামপাল থানা পুলিশ।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না