সোনারগাঁ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৯ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি রাতে উপজেলার পিরোজপুর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনাঘাট টোলপ্লাজা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় একটি পিকআপ জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ফেনী সদরের ধর্মপুর এলাকার আবু আহাংয়ের ছেলে জাকির হোসেন (৪১) এবং কুমিল্লারচৌদ্দগ্রামের কাইছুটি এলাকার মো: আব্দুল মোতালেবের ছেলে নাজমুল হুদা শুভ (২৭)।
পুলিশ সুত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মেঘনা টোল প্লাজা এলাকায় গোপন ভিত্তিতে অভিযান চালিয়ে তআদেরকে আটক করা হয়। এ সময় তাদেরকে তল্লাশি করে ৯ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।এ সময় মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।
সোনারগাঁ থানার ওসি (তদন্ত) আহসান উল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে এমন ধারাবাহিক অভিযান চলবে। মাদকের বিষয়ে কোনো আপোষ নেই।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না