রাজশাহী জেলা প্রতিনিধি:
“বঙ্গুবন্ধুর দর্শন সমবায়ের উন্নয়ন” শ্লোগানকে সামনে নিয়ে রাজশাহী দুর্গাপুরে উপজেলায় ৫১ তম সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার (৫নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষে প্রশাসন এবং সমবায় অধিদফতরের আয়োজনে জাতীয় পতাকা ও জাতীয় সমবায় পতাকা উত্তোলন, র্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমবায়ী সংগঠক ও আওয়ামীলীগের সংগঠন ও প্রশাসনের কর্মকর্তারা উপজেলা পরিষদ ভবন প্রাঙ্গণ থেকে বেলা ১১টায় র্যালি বের করেন।
বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নজরুল ইসলামের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী- ৫ আসনের সংসদ সদস্য প্রফেসর ডা: মুনসুর রহমান।
এ সময় প্রধান অতিথি বলেন, ক্ষুধা, দারিদ্র্য, বৈষম্য ও দুর্নীতিমুক্ত সুখী-সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে নানামুখী উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছেন। সরকার সমবায়ের মাধ্যমে কৃষি জমি ও অন্যান্য সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণে ব্যাপক কার্যক্রম নিয়েছে। দারিদ্র্য বিমোচন ও নারীর ক্ষমতায়নের লক্ষ্যে বিপুল সংখ্যক গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীকে ক্ষুদ্র ঋণ, আয়বর্ধনমূলক প্রশিক্ষণ ও উপকরণসহ বিভিন্ন সহায়তা প্রদান করার অব্যাহত রাখেন। সমবায় জাতীয় অর্থনীতিতে কৃষি, মৎস্য, পশুপালন, পোশাক, দুগ্ধ উৎপাদন, আবাসন, ক্ষুদ্র ঋণ ও সঞ্চয়, কুটির-চামড়াজাত-মৃৎ শিল্প ইত্যাদি খাতের বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি, নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে উন্নয়নসহ ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে বিশাল অবদান রাখছে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, রাজশাহী জেলার আওয়ামীলীগের দপ্তর সম্পাদক প্রদুত কুমার সরকার, দেলুয়াবাড়ির ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ সাকিল, সাধারন সম্পাদক রিপন,কাউসার আহমেদ সুজন, মমিন নাইম ইউসুফ প্রমূখ।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না