মোজাম্মেল হক লিটন:
নোয়াখালীর সেনবাগ উপজেলা থেকে পুলিশ শর্টগানের চার রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করেছে। বুধবার, ১ মার্চ সকালে বিষয়টি নিশ্চিত করেন সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটেয়ারী। এর আগে, মঙ্গলবার উপজেলার অর্জুনতলা ইউনিয়নের দক্ষিণ গোরকাটা গ্রাম থেকে এ কার্তুজ উদ্ধার করা হয়।
ওসি আরো বলেন, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এলাকায় ইমার্জেন্সি মোবাইল-৫১ ডিউটিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পুলিশ।
এ সময় উপজেলার অর্জুনতলা ইউনিয়নের দক্ষিণ গোরকাটা গ্রামের জনৈক জাহাঙ্গীর মিয়ার মালিকানাধীন অব্যবহৃত মুরগীর খামারের পেছনে একটি পলিথিনে মোডানো প্লাস্টিক বক্সে রক্ষিত চার রাউন্ড শর্টগানের তাজা কার্তুজ জব্দ করা হয়। এ ঘটনায় সেনবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না