সুমন খান, গজারিয়া:
মুন্সীগঞ্জ জেলার সকল থানার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্যের জন্য জানুয়ারি মাসে শ্রেষ্ঠ অফিসার্স ইনচার্জ হলেন গজারিয়া থানার ওসি মোল্লা সোয়েব আলী। গত মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী মুন্সিগঞ্জ জেলা পুলিশ লাইন মাসিক কল্যাণ অপরাধ সভায় জানুয়ারি মাসের সার্বিক কাজের মূল্যায়নের ভিত্তিতে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে তাকে নির্বাচিত করা হয়। মাসিক অপরাধ সভা পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুন বিপিএম পিপিএম তাকে সম্মাননা স্মারক ও পুরষ্কার তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব সুমন দেব, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ আদিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব ইয়াসিনা ফেরদৌস, মুন্সীগঞ্জ জেলার সকল সার্কেল অফিসার, অফিসার ইনচার্জগণ ও জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যবৃন্দ। দ্বিতীয় বারের মতো মুন্সিগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনর্চাজ নির্বাচিত হয় মোল্লা সোয়েব আলী। এই সম্মাননার মধ্য দিয়ে তারা আগামী দিনের দায়িত্ববোধ আরও বাড়বে। পাশাপাশি গজারিয়া উপজেলার জনগণ তাদের কাছ থেকে আরও ভালো সেবা পাবে বলে আমরা আশা করি।
এ বিষয়ে গজারিয়া থানার ওসি মোল্লা সোয়েব আলী বলেন, এ পুরস্কার আমাকে আগামীতে জনগণকে আরও বেশি সেবা দিতে অনুপ্রেরণা জোগাবে। আমি যেন জনগণের সেবক হিসেবে সবসময় তাদের সেবা প্রদান করতে পারি।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না