ভবেরচর ওয়াজীর আলী বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৫:২২:০৯ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩
- / ১০০
সুমন খান, গজারিয়া:
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ওয়াজীর আলী উচ্চ বিদ্যালয়ে ৮৪তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বুধবার, ১ মার্চ সকালে বিদ্যালয় প্রাঙ্গনে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
ওয়াজীর আলী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি কৃষিবিদ মো. মোবারক আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ গজারিয়া- ৩ আসনের মাননীয় সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক জননেতা এডভোকেট মৃনাল কান্তি দাস এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গজারিয়া উপজেলার সাবেক নির্বাচিত দুই বারের চেয়ারম্যান গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রেফায়েত উল্লাহ খান তোতা (সিআইপি), গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহফুজ, গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা শোয়েব আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন, ভবেরচর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সাঈদ লিটন, ভবেরচর ওয়াজির আলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল হোসেন সরকারসহ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সকল সদস্যবৃন্দ, অভিভাবক ও ছাত্র-ছাত্রী বৃন্দ।
প্রধান অতিথির অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি বলেন, বর্তমান সরকারের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও আমুল পরিবর্তনের বিভিন্ন দিক তুলে ধরেন। অত্র বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নের জন্য সকল ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান। বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে তার সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি কৃষিবিদ মো.মোবারক আলী আজকের এই অনুষ্ঠানে উপস্থিতির জন্য সকল সম্মানিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি ও অভিভাবকদের কাছে বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন। অভিভাবক, ছাত্র-ছাত্রী ও শিক্ষকমন্ডলীকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠান শেষে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী এবং কৃতকার্যদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।