মোঃ আব্দুস সালাম গাজীপুর:
আশুলীয়া থেকে বাইপাইল এই রাস্তায় প্রতিদিন শত শত যানবাহন এবং হাজার হাজার মানুষ যাতায়াত করে । সরজমিনে প্রতি দিন পরিলক্ষিত হয় যে, মাথায় সাদা পাগরি,পরনে সাদা পাঞ্জাবি ও পায়জামা, চোখে সোনালী কালার চসমা, মুখে এক মুঠো দাড়ি, হাতে কয়েকটি বই,কাঁদে একটি ব্যাগ নিয়ে হকার কবি আজিজুল রহমান আজাদ। লোকাল বাসে উঠে প্রতি দিন সকাল থেকে রাত ১১ পর্যন্ত যাতীদের মনজগ দৃষ্টি আকর্ষণ করে ছন্দ কবিতা শুনান এই ভাবে, কি আর পেলাম স্বাধীন করে, নেই স্বাধীনের স্বাদ সব জায়গাতে রাখা আছে গরিব মারার ফাঁদ।
হকার কবি আজিজুল রহমান আজাদ তার নিজ লিখা বই যাতীদের মাঝে বিক্রি করেন। সেই টাকা দিয়ে তার পরিবার ও একটি মাদ্রাসা পরিচালনা করেন। তিনি আশুলিয়ায় জামগড়া এলাকায় বসবাস করেন ।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না