মতলব উত্তর ব্যুরো:
মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার বৃহত্তর আদুরভিটি কর্তৃক আয়োজিত প্রথম আসর মাদকমুক্ত এলইডি টিভি কাপ শর্টপিছ ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে আদুরভিটি লস্কর স্টেডিয়ামে তিমরুল হাসান রাব্বি লস্করের সৌজন্যে মাদকমুক্ত এলইডি টিভি কাপ শর্ট পিছ ক্রিকেট টুর্নামেন্টের আদুরভিটি ইয়ংম্যানস ক্লাব বনাম বসুন্ধরা এলপি গ্যাস বালুচর প্রতিদ্বন্দ্বিতা করেন। আদুরভিটি ইয়ংম্যানস ক্লাব চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আব্দুল মান্নান লস্কর, সাবেক কাউন্সিলর শাহাদাত হোসেন ঢালী খোকন, ইব্রাহিম লস্কর, মো. বাদল ঢালী, ওসমান মুফতি, ইয়াছিন খান, মুকুল খান, নুর নবী খান’সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
টুর্নামেন্টের সার্বিক সহযোগিতা করেন, সানাউল্লা বেপারী, লিটন প্রধান, সাইদুল ইসলাম লিটন ঢালী। খেলা পরিচালনা করেন, কাকন মন্ডল, নূরে আলম নিঝুম, শাকিল লস্কর, বাপ্পি লস্কর, জামান আখন্দ, রিফাত লস্কর। ধারা ভাষ্য দেন, লোকমান হোসেন সরকার। ছেংগারচর পৌরসভার বৃহত্তর আদুরভিটি কর্তৃক আয়োজিত মাদকমুক্ত এলইডি টিভি কাপ শর্টপিছ ক্রিকেট টুর্নামেন্ট এর চ্যাম্পিয়ন দলকে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না