আঃ আলিম ঠাকুরগাও:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ট্রাক্টর ট্রলির ধাক্কায় সুজন আহমেদে (২৬) নামে সরকারি কলেজের এক কর্মচারীর মৃত্যু হয়েছে। এর প্রতিবাদে ও কলেজ রোডে ভারী যানবাহন চলাচল বন্ধের দাবীতে মানববন্ধন করেছে পীরগঞ্জ সরকারি কলেজের ছাত্র-ছাত্রী শিক্ষক-কর্মচারীগণ । সোমবার সকালে কলেজের প্রধান গেটে সামনে কলেজ শাখা ছাত্রলীগের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানায়, রবিবার সন্ধ্যায় পীরগঞ্জ সরকারি কলেজের প্রধান গেটে সামনে একটি দ্রুতগামী ট্রাক্টরের ধাক্কায় সরকারি কলেজে কম্পিউটার অপারেটর সুজন আহমেদের মৃত্যু হয়। এর প্রতিবাদে এবং সেই সড়কে ভারী যানবাহন চলাচল বন্ধের দাবীতে মানববন্ধন করা হয়। মানব বন্ধন চলাকালে বক্তব্য দেন, সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল মতিন, কলেজ শাখা ছাত্রীলীগ সভাপতি রাজিউর রহমান রাজু ,সাধারণ সম্পাদক হাসিনুর রহমান প্রমূখ।
উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আখতারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির ও পীরগঞ্জ থানার অফিসার ইনর্চাজ জাহাঙ্গীর আলম ঘটনাস্থলে এসে দাবী বাস্তবায়নের আশ^াস দেন। উল্লেখ, পীরগঞ্জ সরকারি কলেজ গেটের সামনে যানবাহন আটক করে টোল আদায় করা হয় এবং কলেজ রোড দিয়ে ভারী যানবাহন চলাচল করে। এতে প্রায়ই দুর্ঘটনা ঘটে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না