মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা:
দর্শনা পৌর সভার মেয়র পদে উপ-নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় আওয়ামীলীগের প্রার্থী আতিয়ার রহমান হাবু মেয়র নির্বাচিত হয়েছেন।চুয়াডাঙ্গার দর্শনা পৌর সভার মেয়র পদে উপ-নির্বাচন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৬ মার্চ নির্বাচনের দিন ধার্য ছিল। আওয়ামীলীগের একক প্রার্থী আতিয়ার রহমান হাবু থাকায় অবশেষে ভোটগ্রহন হচ্ছেনা। তিনিই দর্শনা পৌরসভার মেয়র হিসাবে নির্বাচিত হলেন।
চুয়াডাঙ্গা জেলা নির্বাচন অফিসার তারেক আহমেদ জানান, নির্বাচনে অন্য কোন প্রার্থী না থাকায় একক প্রার্থী হিসাবে আতিয়ার রহমান হাবুকে নিয়মানুযায়ী গণবিঞ্জপ্তির মাধ্যমে মঙ্গলবার উপনির্বাচনে মেয়র পদে আতিয়ার রহমান হাবুকে মেয়র হিসাবে ঘোষনা করা হয়েছে।
উল্লেখ্য গত বছর ২৭ ডিসেম্বর ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় পৌর আওয়ামীলীগের সভাপতি ও চার বারের মেয়র মতিয়ার রহমান। তার মৃত্যুর পর দলীয় ভাবে মনোনয়ন পান প্রয়াত মতিয়ার রহমানের মেজ ভাই ও উপজেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক ও পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমান হাবু। অন্যদিকে জামায়াত ইসলামী বাংলাদেশ থেকে প্রার্থী হন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আঃ কাদের, পৌর যুবলীগের সাধারন সম্পাদক শেখ আসলাম আলী তোতা ও সাবেক স্বতত্র প্রার্থী প্রভাষক আরিফুজ্জামান। মনোনয়ন পত্র জমা দেবার আগেই নেতাকর্মীসহ হামলার স্বীকার হলে জামাত নেতা আ. কাদের প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে সরে দাড়ান। এছাড়া ২০ ফেব্রুয়ারী যাচাই বাচাই পর্বে শেখ আসলাম আলী তোতার প্রার্থীতা বাতিল হয়। অপর প্রার্থী প্রভাষক আরিফুজ্জামান ২২ ফেব্রুয়ারী প্রার্থীতা প্রত্যাহার করেন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না