মতলব (উত্তর) সংবাদদাতা
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রথম পুনর্মিলনী-২০২৩ এর আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক কৃষিবিদ রুহুল আমিনকে আহ্বায়ক, ছেংগারচর বিশ্ববিদ্যালয় কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রভাষক কামরুল হাসানকে যুগ্ম আহ্বায়ক এবং সগির আহমেদ সরকারকে সদস্য সচিব করা হয়।
শুক্রবার (৪ নভেম্বর) বিদ্যালয়টির প্রাক্তন ছাত্র-ছাত্রীদের এক আলোচনা সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে তিন সদস্যের আংশিক আহ্বায়ক কমিটির নাম ঘোষণা করা হয়। পরে তাদেরকে দায়িত্ব দেওয়া হয় প্রত্যেক ব্যাচের সাথে সমন্বয় করে পূর্ণাঙ্গ কমিটি প্রস্তুত করার।
প্রথম পুনর্মিলনী অনুষ্ঠান উপলক্ষে আহ্বায়ক কৃষিবিদ রুহুল আমীন বলেন, ১৯৩৯ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলেও অদ্যাবধি এই বিদ্যালয়টিতে কোন রিইউনিয়ন বা পুনর্মিলনী অনুষ্ঠান করা হয়নি। তাই এ বছর আমরা সমস্ত প্রাক্তন ছাত্র-ছাত্রীরা একত্রিত হয়েছি। স্কুলের বর্তমান শিক্ষক মন্ডলীদের সাথে আলাপ-আলোচনা করে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করছি সকলের সহযোগিতায় একটি সফল পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজন করতে পারবো। সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন কৃষিবিদ রুহুল আমীন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না