সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
বিশ্বের সকল জীবের শান্তি ও মঙ্গল কামনায় সিদ্ধিরগঞ্জের নাসিক ৫ নং ওয়ার্ডে শ্রী শ্রী রাম কানাই জিউর বিগ্রহ মন্দিরে ৮ম বার্ষিকী ২৪ প্রহর ব্যাপী অষ্টকালীন লীলা কীর্তন উৎসব পালিত হয়েছে। ২১ শে ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে শুরু হওয়া লীলা কীর্তন উৎসব রবিবার ২৬ ফেব্রুয়ারি বিকেলে মহোৎসব ও মহপ্রসাদ বিতরনের মাধ্যমে শেষ হয়েছে। লীলা কীর্তন উৎসব অনুষ্ঠানের আহ্বায়ক শ্রী নারায়ন চন্দ্র ও সদস্য সচিব শিশির ঘোষ অমরের সার্বিক তত্ত্বাবধানে উক্ত উৎসবে শত শত সনাতন ধর্মাবলম্বীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের সদস্য সচিব ও সিদ্ধিরগঞ্জ থানা পুজা উদযাপন কমিটির সভাপতি শিশির ঘোষ অমর সমাপনি বক্তব্যে বলেন, আমাদের এ মন্দির নিয়ে একটি ষড়যন্ত্র করছে তারা মন্দিরের ভিতরে জমি নিয়ে আদালতে মামলা পর্যন্ত করেছে, আমরা মন্দিও রক্ষার্থে প্রশাসনের উর্ধ্বতন কতৃপক্ষ ও ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের সহযোগীতা চাই। তিনি বলেন আমরা যে কোন মুল্যে জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও এ মন্দির আমরা রক্ষা করবো। এ সময় আরো বক্তব্যে রাখেন সিদ্ধিরগঞ্জ রেবতী পাইলট স্কুলের সাবেক অধ্যক্ষ সুভাষ চন্দ্র রফতদার, আহ্বায়ক শ্রী নারায়ন চন্দ্র রায়, বাবু নির্মল রায়, বাবু বাসুদেব সিং, রতন চন্দ্র দে,বাবু কৃষ্ঞ চন্দ্র রায় সহ প্রমুখ।
উল্লেখ্য, দীর্ঘদিন যাবৎ বাংলা সনের ৮ ই ফাল্গুন থেকে শুরু ১৩ ই ফাল্গুন পর্যন্ত চলে এ লীলা কীর্তন উৎসব পুর্বে সিদ্ধিরগঞ্জ রাজারের রামকানাই জিউর মন্দিও প্রাঙ্গনে সপ্তাহ ব্যাপী উৎসবে মেলা চললেও এ বছর জায়গা সল্পতার কারনে কীর্তন মেলা করতে পারেনি মন্দিও কর্তপক্ষ।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না