খুলনা সংবাদদাতা:
খুলনার কয়রায় বারি সরিষা ১৮-এর উপর কৃষক মাঠ দিবস পালিত হয়েছে। সরেজমিন কৃষি গবেষণা বিভাগ খুলনার উদ্যোগে ও গোপালগঞ্জ জেলা কৃষি গবেষণা কেন্দ্র স্থাপন প্রকল্পের সহযোগিতায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত বারি সরিষা ১৮- এর উপর কৃষক মাঠ দিবস পালন করা হয়েছে।
রোববার ২৬ ফেব্রুয়ারী সকাল ১০ টায় বাগালী ইউনিয়নের উলা গ্রামে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরেজমিন গবেষণা ইনস্টিটিউট খুলনার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ মোঃ হারুনর রশিদ। মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, গোপালগঞ্জ জেলা কৃষি গবেষণা কেন্দ্র স্থাপন প্রকল্পের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ এম এম কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন, তৈল গবেষণা কেন্দ্র বিএআরআই গাজীপুরের উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ মোঃ সেলিম উদ্দিন ও সরেজমিন গবেষণা বিভাগ খুলনার উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ মোঃ কামরুল ইসলাম। সরেজমিন কৃষি গবেষনার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ মোস্তফা কামাল শাহাদাতের পরিচালনায় এতে আরো বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সম্পাদক মোঃ রিয়াছাদ আলী, বৈজ্ঞানিক সহকারী মোঃ জাহিদ হাসান, স্থানীয় কৃষক মজিবর রহমান, আকবার হোসেন, মোশাররফ হোসেন প্রমুখ। অনুষ্ঠানে স্থানীয় কৃষক মজিবর হেসেন বলেন, এ বার প্রথম বারি সরিষা-১৮ চাষ করে ভাল ফলন পেয়েছে। পতিত জমিতে এই চাষাবাদ করতে পেরে তিনি বেজায় খুশি। তার দেখাদেখিতে আগামীতে এই অঞ্চলের কৃষকরা পতিত জমিতে বিভিন্ন ফসল উৎপাদনের আশ্বাস প্রদান করেন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না