বিনোদন:
‘আনন্দ আড্ডায় মাতি’ এই শিরোনামে ‘টেলিভিশন এন্ড ডিজিটাল প্রোগ্রাম প্রোডাউসার এসোসিয়েশন অব বাংলাদেশ’ ২৫ ফেব্রুয়ারী শনিবার পুবাইলের আপন ভবন পিকনিক স্পটে বর্ণাঢ্য পরিসরে মিডিয়া পিকনিকের আয়োজন করেছিলেন। পিকনিকে টেলিপ্যাব সদস্য, অভিনয় শিল্পী, পরিচালক, নাট্যকার, বিনোদন সাংবাদিক, টিভি প্যানেল প্রতিনিধি এবং টেলিভিশন ও মিডিয়ার সংগঠন সমূহের নেত্রীবৃন্দের অংশগ্রহণের মাধ্যমে মিডিয়া পিকনিক সফল হয়েছে। সকাল ১১ টায় টেলিপ্যাবের সভাপতি মনোয়ার পাঠান খেলাধুলা শুরুর জন্য স্বাগত বক্তব্যের মাধ্যমে পিকনিক কার্য্যক্রম শুরু করেন। পিকনিকের বিভিন্ন ইভেন্ট পরিচালনা করেন টেলিপ্যাবের সাধারন সম্পাদক সাজু মুনতাসির ও পিকনিক কমিটির আহবায়ক কাজী রিয়াজ হোসেন নয়ন। সহযোগিতায় ছিলেন প্রযোজক বাবুল আহমেদ, মনির হোসেন জীবন, মন্টু, ছোটন, চঞ্চল, মিঠু, ফজলু, নজরুল ও শান। শুরুতেই পিলু পাসিং খেলায় প্রযোজক ভাবী ও কন্যারা অংশগ্রহণ করেন। এতে প্রথম হন তাসনিন চৌধুরী অনিতা ও ২য় হন মিসেস জীবন।
দিনব্যাপী পিকনিকে নাট্যপ্রযোজক, পরিচালক, নাট্যকার, অভিনেতা, অভিনেত্রীরা অংশগ্রহণ করেন। যেমন প্রযোজক মামুনুর রশীদ, আলী বশীর, খোরশেদ আলম খসরু, বাবুল আহমেদ, সামসুল আলম, জিনাত হাকিম, সালাউদ্দিন লাভলু, এজাজ মুন্না, মুজিব, নজরুল কোরেশী, হায়দার, আজিজুল হাকিম, আকতারুজ্জামান, এস.এ হক অলিক, সজল, সঞ্জয় রাজ, মারুফ আহমেদ, অ্যাডভোকেট অলোরা, দেলোয়ার হোসেন, দোদল, আশরাফ আলম বাবুল, মোঃ সায়েম মিয়া, রেজা, দেওয়ান হাবিব, রোকেয়া প্রাচী, জহির উদ্দিন, কামরুজ্জামান সাগর, স্বপন, পিন্স, আরো ছিলেন মনিরা মিঠু, লাজুক, শ্যামল জাকারিয়া, প্রাণ রায়, জোতিকা জ্যোতি, খুশি, আলিফ, স্বাগতা, মেরাজ, তুষ্টি, আফরি সেলিনা, ইশান হায়দার, শাম্মী হায়দার, তাজিনাতুন নাহার নওরিন, জিদান, তুলি রহমান, অর্পা দাস, ম.ম. মোর্শেদ, সাবিনা প্রমি ও আরো অনেকে। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও লটারী অনুষ্ঠিত হয়। ইভান শাহরিয়ার সোহাগের দল নৃত্য পরিবেশন করেন। রাত ৮টায় আনন্দ আড্ডা ছেড়ে সবাই ঢাকায় আসেন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না