রিপন কান্তি গুণ, নেত্রকোনা
নেত্রকোনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জ্বালানি তেল, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ কারাবন্দী নেতা-কর্মীদের মুক্তি, সরকারের পদত্যাগ এবং সংসদ বাতিল করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবিতে নেত্রকোনা জেলাতে বিএনপির পদযাত্রা কর্মসূচির ঘোষণা করে।
পদযাত্রা কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য প্রতিটি উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা শহরের পারলা বাসস্টেশন, বনোয়াপাড়া, কুড়পাড়, মোক্তারপাড়াসহ বিভিন্ন এলাকায় জড়ো হতে থাকেন।
এ সময় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা তাদের সাথে তর্কে জড়িয়ে পড়েন এবং একপর্যায়ে ব্যানার-ফেস্টুন কেড়ে নিয়ে অগ্নিসংযোগ ও মোটরসাইকেল–মাইক্রোবাস ভাঙচুর করে। এতে বিএনপির পদযাত্রা কর্মসূচি পণ্ড হয়ে যায়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
বিএনপির অভিযোগ, আওয়ামী লীগের নেতা-কর্মীরা লাঠিসোঁটা নিয়ে, জড়ো হওয়া বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলা চালান। এ সময় ব্যানার–ফেস্টুন ছিনিয়ে নিয়ে তাতে আগুন ধরিয়ে দেওয়া, মোটরসাইকেল ও মাইক্রোবাস ভাঙচুরসহ এবং তখন বেশ কিছু ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কুড়পাড় এলাকায় পুলিশ দুটি ফাঁকা গুলি ছোড়ে। বিএনপির দাবি আওয়ামীলীগের এ হামলায় বিএনপির অন্তত ২৩ জন আহত হন।
জেলা বিএনপির সদস্যসচিব মো. রফিকুল ইসলাম হিলালী বলেন, আওয়ামী লীগের নেতা-কর্মীদের অতর্কিত হামলায় বিএনপির ২৩ নেতা-কর্মী আহত হন। এরপর পুলিশ বিনা দোষে উল্টো বিএনপির ৫ নেতা-কর্মীকে আটক করে নিয়ে যায়। তিনি আটক হওয়া নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।
এ ব্যপারে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শামছুর রহমান (লিটন) বলেন, আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বিএনপির কোনো নেতা-কর্মীদের ওপর হামলা করেননি। হয়তো এটা বিএনপির নিজেদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে মারামারির সৃষ্টি তখন হয়তো কেউ আহত হতে পারেন।
জেলা বিএপির আহ্বায়ক ডাঃ মো. আনোয়রুল হক বলেন, সরকার যতই চেষ্টা করুক, এভাবে বিএনপির আন্দোলন–সংগ্রামকে প্রতিহত করতে পারবে না। সরকারি জুলুম-নির্যাতনের বিরুদ্ধে বিএনপির নেতা-কর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে সরকারের বিরুদ্ধে সংগ্রামে আরও বেশি বলীয়ান হবে।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, শহরের বেশ কয়টি স্থানে বিএনপির নেতা-কর্মীরা ঝামেলার চেষ্টা করেছিলেন। সেখান থেকে দুজনকে আটক করা হয়েছে। আর পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুটি ফাঁকা গুলি ছুড়েছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না