ইজিবাইকের চাপায় শিশুর মৃত্যু
- আপডেট সময় : ০৫:৪৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩
- / ৬২
বাগেরহাট প্রতিনিধি:
মোংলায় দ্রুতগতির একটি ব্যাটারিচালিত ইজিবাইকের চাপায় মৃত্যু হয়েছে আব্দুল্লাহ শেখ (৮) নামে এক শিশুর। রবিবার, ২৬ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার মিঠাখালি ইউনিয়নের ১নং ওয়ার্ডের মধ্যপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু আব্দুল্লাহ শেখ উপজেলার মিঠাখালি ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের মোঃ মুকুল শেখের ছেলে ও একই এলাকার রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ সরকারী প্রাথমিক বিদ্যাপিঠ এর প্রথম শ্রেণীর ছাত্র।
স্থানীয়রা জানান, মা রান্না করার ফাকে আব্দুল্লাহ তার নিজ বাড়ি থেকে পুরানো বোতল নিয়ে ভ্যানযোগে আসা আইসক্রিম কেনার উদ্যেশ্যে রাস্তা পাড় হচ্ছিল। এসময় মিঠাখালি বাজার থেকে আসা একটি দ্রুতগামী ইজিবাইক আব্দুল্লাহকে চাপা দেয়। সাথে সাথে উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে জানান।
মোংলা থানার ওসি (তদন্ত) বিকাশ চন্দ্র ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ঘটনা শোনার সাথে সাথে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যপারে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।